ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপজেলার প্রবীণ শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি চৌধুরী মুরাদ হোসেন।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সেমিনারে প্রেসক্লাব রাণীনগরের সাধারণ সম্পাদক আব্দুর রউফ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ শ্রী প্রদ্যুৎ কুমার চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শের-এ বাংলা সরকারি (ডিগ্রি) মহাবিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখখার হোসেন খান (পথিক), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. আব্দুল মজিদ, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, গহেলাপুর এন এস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অনিত কুমার, রাতোয়াল আর এন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকবর আলী প্রামানিক, কাটরাশইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আব্দুছ ছোবহান, করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার মোল্লা ও আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন। সেমিনােও বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সেমিনারে বক্তারা শিক্ষকদের তাদের দায়িত্ব পাঠদানের কার্যক্রমকে যত্নসহকারে ও ভালোবেসে শিক্ষা বিনিময় করার প্রতি তাগিদ প্রদান করেন। পাঠদানের কার্যক্রমকে বাণিজ্যিক ভাবে গ্রহণ করলে সেই বিদ্যালয় থেকে মেধাবী ও আলোকিত শিক্ষার্থী পাওয়া সম্ভব নয়। তাই বিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষকদের দলাদলি শোভনীয় নয়। ঘুনে ধরা শিক্ষা ব্যবস্থার বেড়াজাল থেকে বেরিয়ে এসে শিক্ষকদের পাঠদানের প্রতি আহ্বান জানান বক্তারা।
জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশ...
নওগাঁ প্রতিনিধি: দেশের ভূমি সেবা সমূহকে ডিজিটালকরণের মাধ্যমে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থি ...
ঝিনাইদহ প্রতিনিধি : আসন্ন জাতীয় স...
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : তারেক রহমানের ঘ...

মন্তব্য (০)