• সমগ্র বাংলা

কবর খানি দখল করিসনে বাবা এখানে আমার মায়ের কবর!

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মধুপুর গ্রামের বাতাস আজ ভারী এক বুকভাঙা আর্তনাদে। "কবরখানি দখল করিসনে বাবা এখানে আমার মায়ের কবর!" এভাবেই কথাগুলো বলছিলেন বয়োজ্যেষ্ঠ আব্দুল কদ্দুস।

একসময় যে স্থানটি ছিল পবিত্র, যেখানে মানুষ চোখে পানি এনে প্রিয়জনের আত্মার মাগফিরাত কামনা করত, আজ সেই পারিবারিক কবরস্থানে মাটির স্তূপ। কবরের ওপর মাটি ফেলে নতুন স্থাপনার ভিত্তি গাঁথার প্রস্তুতি নিচ্ছে কিছু প্রভাবশালী ব্যক্তি।

এ যেন শুধু জমি দখলের সাধারণ ঘটনা নয়। এ হলো মৃতের প্রতি শ্রদ্ধা, সমাজের নৈতিকতা আর মানবতার কবর রচনার এক নির্মম ও জঘন্য দৃষ্টান্ত।

অভিযোগ উঠেছে, কবরস্থানের জায়গা দখল করে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ করছে আসাদুজ্জামান ভূইয়া সুমনসহ কয়েকজন। বিষয়টি নিয়ে আব্দুল কদ্দুসের ভাতিজি হোসনা আক্তার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী হোসনা আক্তার জানান, তিনি সেখানে বাধা দিতে গেলে অভিযুক্ত পক্ষ তাকে মারধর করে। জায়গাটি তাদের পৈত্রিক জমি এবং তাদের পারিবারিক কবরস্থান। জায়গাটি অভিযুক্ত পক্ষরা জোরপূর্বক দখল করে স্থাপনা তৈরি করছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, যে কবরস্থানের পাশে মানুষ হাত তুলে প্রার্থনা করত, সেখানে চলছে ধুমধাম মাটি ভরাটের কাজ। নির্মাণ করা হবে স্থাপনা।  

বয়োজ্যেষ্ঠ আব্দুল কদ্দুস চোখের পানি মুছতে মুছতে বলেন, আমাদের মা, ভাই, সন্তান এখানে ঘুমিয়ে আছে। তাদের ঘুম কেড়ে নিয়ে মানুষ কেমন করে কবর দখল করে? তিনি আরো বলেন, এই কবরস্থানে তার আম্মা ফেনুরমা, ভাই, ভাগ্নিসহ পরিবারের অনেককে কবরস্থ করা হয়েছে। চাচী ফুলবানু নিশ্চিত করেন যে, তার স্বামী জহুর উদ্দিনের কবরস্থানও এখানেই।

এ বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান ভূইয়া সুমন বলেন, এটা আমাদের ক্রয়কৃত জমি। ১৯৮৯ সালে জায়গাটি আমরা কিনেছি। এখন আমি সেখানে মাটি ভরাটের কাজ করছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ষড়যন্ত্রের জালে বিএনপির নতুন প্রার্থী — পেছনে এলডিপি ও জা...

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশ...

image

নওগাঁয় কম্পিউটার প্রশিক্ষণ পেলো ইউপি ভূমি কর্মকর্তারা

নওগাঁ প্রতিনিধি: দেশের ভূমি সেবা সমূহকে ডিজিটালকরণের মাধ্যমে...

image

রাণীনগরে শিক্ষকদের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদ...

image

আওয়ামী লীগপন্থি নেতাদের দিয়ে বিএনপি কমিটি! ফরিদপুরে বি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থি ...

image

তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে একই ম...

ঝিনাইদহ প্রতিনিধি : আসন্ন জাতীয় স...

  • company_logo