• সমগ্র বাংলা

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান : ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা ও এনজিও সদস্য আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে ঘুষের প্রায় ৩ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুর রহমানকে হাতেনাতে আটক করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে যশোর জেলা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদ এর নেতৃত্বে একটি টিম বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব শাখা, মূল্যায়ন শাখা ও প্রশাসনিক দপ্তরসহ বিভিন্ন কার্যালয়ে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করেন।

দুদকের উপ-পরিচালক সালাউদ্দীন আহমেদ জানান, তাদের কাছে গোপন তথ্য ছিল, কাস্টমস হাউসে ঘুষ বানিজ্য চলছে এবং মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে ঘুষের টাকা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া কাস্টমস সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখতে অভিযান চলমান রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মহল জানান, বেনাপোল কাস্টমসে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানকে তাঁরা স্বাগত জানিয়েছেন। ব্যবসায়ীদের দাবি, নিয়মিত এমন অভিযান হলে ঘুষের প্রথা অনেকটাই কমে যাবে।

উল্লেখ্য, বেনাপোল কাস্টমস হাউস দেশের বৃহত্তম স্থলবন্দর। প্রতিদিন এখানে কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে নানা সময় অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে এই বন্দরটি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেন এর রুমে জিজ্ঞাসাবাদ চলছিল। 

মন্তব্য (০)





image

রংপুরে ৩৪ গ্রামের বিশ হাজার পরিবার পানিবন্দি

নিউজ ডেস্ক : রংপুর জেলার বন্যাকবলিত গঙ্গাচড়া উপজেলার ৩৪টি গ্রাম পানিবন্দ...

image

উলিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, ভ্রাম্যমাণ আদা...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রজনন মৌসুমে ইলিশ ...

image

‎লালমনিহাটে বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার বিতরণ বিএনপির

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়...

image

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত,আহত-২,বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা বাসে...

image

আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্...

  • company_logo