• সমগ্র বাংলা

উলিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রজনন মৌসুমে ইলিশ মাছ বিক্রয় করার অপরাধে মাছ জব্দ ও মৎস্য ব্যবসায়ীর আর্থিক জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (৬ অক্টোবর) বিকালে পৌর শহরের মাছ বাজারে।

‎উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সারাদেশে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরন, পরিবহন, মজুদ করন, বাজারজাত করন, ক্রয় ও বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে উপজেলা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হয়। এদিকে সোমবার বিকালে মৎস্য ব্যবসায়ীরা পৌর বাজারে ইলিশ মাছ বিক্রয় করছেন এমন অভিযোগ উঠে। খবর পেয়ে পৌর মাছ বাজারে অভিযান চালিয়ে পৌরসভার রামধাস ধনিরাম মাঝিপাড়া এলাকার হেসকার দাসের ছেলে নিখিল চন্দ্র (৪২) এর কাছে ১০ কেজি ইলিশ মাছসহ তাকে আটক করা হয়। এ সময় অপর এক ব্যবসায়ী সুধির দাস (৩২) সাড়ে ৭ কেজি মাছ রেখে পালিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার সাহা ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সুধির দাসকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং সাড়ে ১৭ কেজি ইলিশ মাছ জব্দ করেন। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে তিনি জরিমানা দিয়ে মুক্তি পান। জব্দকৃত ইলিশ মাছ গুলো স্থানীয় এতিম খানায় দেয়া হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার ও সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষায় ২৫শে অক্টোবর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। যাতে কেউ মাছ ধরা ও বাজারজাত করতে না পারে।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার সাহা বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৪ ধারা লঙ্ঘন করার অপরাধে ৫(১) ধারায় জরিমানা আদায় করা হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৩৪ গ্রামের বিশ হাজার পরিবার পানিবন্দি

নিউজ ডেস্ক : রংপুর জেলার বন্যাকবলিত গঙ্গাচড়া উপজেলার ৩৪টি গ্রাম পানিবন্দ...

image

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান : ঘুষের টাকাসহ রাজস্ব কর্ম...

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন...

image

‎লালমনিহাটে বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার বিতরণ বিএনপির

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়...

image

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত,আহত-২,বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা বাসে...

image

আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্...

  • company_logo