• সমগ্র বাংলা

পুরস্কৃত হলো নওগাঁর শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলো

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দ্বিতীয়বারের মতো শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌর প্রশাসক টি. এম. এ. মমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার রঞ্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলার ১১টি উপজেলার পূজামণ্ডপের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলার সকল বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় কোন প্রকারের বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলতি বছর জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌর সভার মোট ৭৯৯টি পূজামণ্ডপে সুষ্ঠ, সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় উৎসবের আমেজ শেষ হওয়ার আগেই জেলার শ্রেষ্ঠ পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার ১১টি উপজেলার ১১টি পূজামণ্ডপকে প্রথম, ১১টি পূজামণ্ডপকে দ্বিতীয় ও ১১টি পূজামণ্ডপকে তৃতীয় ক্যাটাগরিতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পূজা ব্যবস্থাপনায় অসামান্য কৃতিত্বের জন্য জেলার সদর, বদলগাছী ও মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করায় জেলার ১১টি উপজেলার ৩৩টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার নওগাঁয় সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকৃত জেলার ১১টি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দরা।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন একটি ভালো কাজের স্বীকৃতি পরবর্তি হাজারটি ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই এবার জেলার সকল ধর্মের ও সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন করতে পেরেছি। তাই দূর্গাপূজার মতো এমন মহা কর্মযজ্ঞ ভালো ভাবে সম্পন্ন করার পেছনে যে সকল কর্মকর্তা ও পূজা মণ্ডপের নেতৃবৃন্দের অক্লান্ত ভ’মিকা রয়েছে সেই সব মানুষগুলোকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই সামান্য সম্মাননা প্রদান। আগামীতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

রংপুরে ৩৪ গ্রামের বিশ হাজার পরিবার পানিবন্দি

নিউজ ডেস্ক : রংপুর জেলার বন্যাকবলিত গঙ্গাচড়া উপজেলার ৩৪টি গ্রাম পানিবন্দ...

image

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান : ঘুষের টাকাসহ রাজস্ব কর্ম...

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন...

image

উলিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, ভ্রাম্যমাণ আদা...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রজনন মৌসুমে ইলিশ ...

image

‎লালমনিহাটে বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার বিতরণ বিএনপির

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়...

image

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত,আহত-২,বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা বাসে...

  • company_logo