• অপরাধ ও দুর্নীতি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, নেপথ্যে পবিপ্রবি কর্মকর্তা জুয়েল

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দু বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েল।

জানা যায়, ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা বরিশাল, রংপুর ও সিলেট বিভাগে অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগের পরীক্ষা আয়োজনের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি কেন্দ্র হিসেবে নির্বাচিত করা হয়। ২০২৩ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষাটিতে পবিপ্রবির কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার চাকরিপ্রত্যাশী প্রার্থী অংশগ্রহণ করেন।

কিন্তু অনুসন্ধানে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েলের নেতৃত্বে গুটিকয়েক কর্মকর্তা কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের মাধ্যমে কিছু পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেন। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময় ছিল সকাল ১০টা থেকে ১১টা। এ সময় জুয়েল তার দায়িত্বে থাকা পরীক্ষার হল থেকে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেন। বাইরে থাকা অপর কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মাধব চন্দ্র শীলের মাধ্যমে প্রশ্নপত্র সমাধান করে অল্প সময়ের মধ্যেই তা আবার কেন্দ্রে পাঠানো হয়।

অনুসন্ধানে আরও জানা যায়, পরীক্ষার দিন সাইদুর রহমান জুয়েলের পূর্বনির্ধারিত দায়িত্ব ছিল কেন্দ্র-২ (প্রশাসনিক), যা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের চতুর্থ তলার করিডোরে ৪০০ নম্বর কক্ষ হিসেবে নির্ধারিত ছিল। এ সত্ত্বেও জুয়েল তার উদ্দেশ্য বাস্তবায়নের স্বার্থে ড. শফিকের নেতৃত্বাধীন একাডেমিক কেন্দ্রে চলে যান। কেন্দ্র-২-এ সাইদুর জুয়েলের স্থলে তার নাম কেটে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পাপড়ি হাজরাকে স্থলাভিষিক্ত করা হয়।

জানা যায়, সাইদুর রহমান জুয়েলের যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার মাধব চন্দ্র শীল আরও কয়েকজনকে নিয়ে নিকটস্থ বগা ইউনিয়নের একটি স্কুলে পরীক্ষা চলাকালীন সময়ে অবস্থান করেন। দিনটি শুক্রবার হওয়ায় স্কুলটি বন্ধ ছিল। এ সময় সাইদুর রহমান জুয়েলের পাঠানো প্রশ্নপত্রটি সমাধান করে পুনরায় পাঠানো হয়। স্কুলে অবস্থান করার কারণে মাধব হলের দায়িত্বে অনুপস্থিত ছিলেন। টিএসসি ভবনের কনফারেন্স রুমের পরিদর্শক হাজিরা সিট তথা সংশ্লিষ্ট নথি বিশ্লেষণের মাধ্যমে তার অনুপস্থিতির প্রমাণ পাওয়া যায়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির হাতে আসা বেশ কিছু স্ক্রিনশটে এই প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়। সেখানে দেখা যায়, পরীক্ষার দিন সকাল ১০টা ১ মিনিটে সাইদুর রহমান জুয়েলের হোয়াটসঅ্যাপ থেকে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পাঠানো হয়। প্রশ্নপত্রটি ছিল ‘সুরমা’ সেটের, যার সেট কোড ছিল ৩৬৭১। ফিরতি বার্তায় প্রশ্নের উত্তরসম্বলিত একটি ছবিও পাঠানো হয়।

তবে এবারই প্রথম নয়, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাইদুর রহমান জুয়েলের বিরুদ্ধে এর আগেও দুর্নীতির বড় বড় অভিযোগ রয়েছে। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতির তোয়াক্কা না করে দেওয়া অবৈধ নিয়োগ বাস্তবায়নে আওয়ামীপন্থী এই কর্মকর্তার ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে বাধাদানকারী বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক ড. সন্তোষের সঙ্গে যোগসাজশে সে সময় বিপুল অঙ্কের নিয়োগ বাণিজ্য করেন সাইদুর জুয়েল। একই সঙ্গে তার আপন ভাইকে সেকশন অফিসার পদে ঐ নিয়োগে পদায়ন করা হয়।

সে সময় এই নিয়োগ বাণিজ্যের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে জুয়েলের প্ররোচনায় ড. সন্তোষ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিয়ম বহির্ভূতভাবে কারণ দর্শানোর নোটিশ দেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাংবাদিক সমিতির সভাপতিকে বিভিন্নভাবে হুমকিও দেন জুয়েল। পরবর্তীতে নিয়োগটির বৈধতা না থাকায় ও বাণিজ্যের অভিযোগে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুসন্ধানে জানা যায়, ছাত্রাবস্থায় সাইদুর জুয়েল ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী। ২০০৬ সালের মার্চ মাসে গঠিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে তিনি ছিলেন ১৪ নম্বর সদস্য। অভিযোগ আছে, এত দুর্নীতির পরও বর্তমান প্রশাসনের সঙ্গে সুসম্পর্কের কারণে তাকে কোনো ধরনের বিচারের মুখোমুখি করা হয়নি।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের মতো অভিযোগ অবান্তর ও অসত্য। আমি কেন প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠাবো? আমি এসব কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত নই।”

পরীক্ষার আগ মুহূর্তে কেন্দ্র কেন পরিবর্তন করলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরীক্ষার কেন্দ্র তো আমি পরিবর্তন করিনি; কর্তৃপক্ষ কেন্দ্র পরিবর্তন করে আমাকে অন্য হলে পাঠিয়ে দিয়েছে।”

এ সময় প্রতিবেদকের হাতে থাকা প্রমাণাদির বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “ক্যাম্পাসে অনেক রাজনীতি চলে; এগুলো রাজনৈতিক উসকানি হতে পারে।”

অপর অভিযুক্ত ডেপুটি রেজিস্ট্রার মাধব চন্দ্র শীলকে অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমি এগুলোর সঙ্গে জড়িত নই। আমি অসুস্থ ছিলাম, তাই ওই দিন আমি ডিউটিতেই যাইনি। তাহলে আমি এগুলো সমাধান করে পাঠাবো কীভাবে? এসব অভিযোগ সত্য নয়।”

পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু প্রশ্ন ফাঁসের বিষয়ে বলেন, “প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রথমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায় রয়েছে। তৎকালীন জেলা প্রশাসক মহোদয় সার্বিক বিষয়টি তদারকি করেছেন। এমনকি মন্ত্রণালয় থেকেও কেন্দ্রে লোকবল নিয়োজিত ছিল। এরকম একটি ঘটনার পর তৎকালীন জেলা কমিটির উপরও দায় বর্তায়।”

মন্তব্য (০)





image

রূপপুরের আলোচিত বালিশকাণ্ডের দুর্নীতির তদন্ত, ৬ বছরেও হয়ন...

নিউজ ডেস্কঃ গোটা দেশে আলোচনার ঝড় তোলে রূপপুর পারমাণবিক বিদ্য...

image

‎অবৈধ সম্পদ অর্জনের মামলা: সাকিবের বিরুদ্ধে অভিযোগ অনুসন্...

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ ...

image

রাজধানীতে মব তৈরি করে চাঁদাবাজি করা সেই সমন্বয়ক হাতেনাতে ধরা

নিউজ ডেস্ক : ধানমন্ডি এলাকায় মব তৈরি করে চাঁদা দাবি করা সেই সমন্বয়কসহ রা...

image

দুদকের আবেদনে ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলামের সম্প...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরি...

image

‎রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন দেয়ার অভিযোগ...

নিউজ ডেস্কঃ বাগেরহাট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দ...

  • company_logo