• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন: নৌবাহিনী সদস্য ও ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন মিয়া (৫৫) নামের এক ইজিবাইক চালককে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে নৌবাহিনীর সদস্য ও স্থানীয় ছাত্রদল নেতাসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত আসামি সোহাগ মিয়া (২৫) ও জোসনা আক্তার বেলি (৩৫)-কে গ্রেফতার করেছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় খোকন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোকন মিয়া স্থানীয় কছুমদ্দিনের ছেলে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম (২৮), বদর উদ্দিন আলসানি বাদল (৪৫), মঞ্জু মিয়া (৩৫), মোসলেম উদ্দিন (৫৫), একলাস চৌধুরী (৪০), রাসেল মিয়া, হানিফ মিয়া, সাকিবসহ ১০–১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালায়। হামলার পর তারা বাড়িঘর লুটপাটও করে নিয়ে যায়, বলে পরিবারের দাবি।

নিহতের বাবা কছুমদ্দিন সাংবাদিকদের জানান, নজরুল ইসলাম তার ভাইদের নিয়ে আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। বাম হাত কুপিয়ে বিচ্ছিন্ন করেছে, মাথায় তিনটি কোপ দিয়েছে, দুই পা ভেঙে থেঁতলিয়ে ফেলেছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ভাতিজা তরিকুল ইসলাম (১৮) বলেন, আমি দেখি নজরুল ১০–১৫ জনকে নিয়ে খোকন চাচার ওপর হামলা করছে। আমি দেখায় তারা আমাকে মারার জন্যও ধাওয়া করে। প্রাণ বাঁচাতে আমি দৌঁড়ে পালাই।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অভিযুক্ত বদর উদ্দিন আলসানি বাদল বর্তমানে নৌবাহিনীতে কর্মরত ও নজরুল ইসলাম মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। অভিযুক্ত নজরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, তাদের বাড়ি তালাবদ্ধ, এবং একাধিক মোবাইল নম্বরে কল দিলে ফোন বন্ধ পাওয়া যাওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত খোকন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার এজহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

রংপুরে ৩৪ গ্রামের বিশ হাজার পরিবার পানিবন্দি

নিউজ ডেস্ক : রংপুর জেলার বন্যাকবলিত গঙ্গাচড়া উপজেলার ৩৪টি গ্রাম পানিবন্দ...

image

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান : ঘুষের টাকাসহ রাজস্ব কর্ম...

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন...

image

উলিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি, ভ্রাম্যমাণ আদা...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রজনন মৌসুমে ইলিশ ...

image

‎লালমনিহাটে বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার বিতরণ বিএনপির

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়...

image

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত,আহত-২,বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা বাসে...

  • company_logo