
ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বহিষ্কৃত যুবদল নেতা আসাদুল ইসলাম আসাদের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধি কিশোরী (১৫)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষিতার পরিবার গরীব হওয়ার কারণে লম্পট আসাদ তাদের ঘটনাটি পুলিশকে না জানানো এবং ধামাচাপা দেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছিল।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামে। অভিযুক্ত আসাদ গোকর্ণ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
প্রতিবেশিরা বলেন, অভিযুক্ত আসাদ ঐ তরুনীর বাড়ির পিছনে নিয়মিত বসে থাকেন এবং বিভিন্ন সময় তাকে উত্যাক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে তরুনীকে বাড়ির পাশে একা পেয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষন করে। প্রতিবেশিরা আরও বলেন আসাদ একজন বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি।
শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত আসাদুল ইসলাম আসাদকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সংবাদ লেখা পযর্ন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
নিউজ ডেস্ক : রংপুর জেলার বন্যাকবলিত গঙ্গাচড়া উপজেলার ৩৪টি গ্রাম পানিবন্দ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রজনন মৌসুমে ইলিশ ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা বাসে...
মন্তব্য (০)