
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
ওই দুই ভাইয়ের মৃত্যু পরবর্তি ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাদের পরিবারের সদস্যদের মাঝে চল্লিশ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান দুর্যোগকালীন বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও হতদরিদ্র মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জেনারেল রিলিফ (জিআর) হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
সেই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে মানিসক প্রতিবন্ধী মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫) একই সঙ্গে পুকুরে ডুবে নিহত হওয়ার ঘটনায় বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান নিহতের পরিবারের সদস্যের হাতে অনুদানের টাকার চেক তুলে দেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর মফিজ ও হবিজ দুই ভাই ছিলো মানসিক প্রতিবন্ধী। ওই দিন দু’জনে দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। এ সময় অসাবধানতাবশত দু’জন বাড়ি থেকে একটু দূরে পুকুরের পানিতে পরে ডুবে যায়। এসময় স্থানীয় লোকজনের মাধ্যমে পুকুরের পানিতে ভাসা এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন ওই পুকুরে গিয়ে আরো এক ভাইয়ের মরদেহ উদ্ধার করে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বামনি নদীতে ডুবে আব...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডক...
নওগাঁ প্রতিনিধি: দেশজুড়ে চলছে সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে ব...
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে...
মন্তব্য (০)