• সমগ্র বাংলা

বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে পুলিশ সুপার মিজানুর রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ । গত এক সপ্তাহ ধরে জেলা সহ পাঁচটি উপজেলার প্রতিটি উপজেলার দূর্গা মন্দিরের নিরাপত্তায় পোশাকে পুলিশের উপস্থিতি ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখা হয়েছে পাশাপাশি স্টান্ডবাই টিম, মোবাইল টিমসহ বিশেষ কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। চলতি বছর গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলায় এক হাজার ২৮৫ টি মণ্ডপ ও মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলা  পুলিশ সুপার মিজানুর রহমান।

এরি ধারাবাহিকতায় আজ বুধবার  (১ অক্টোবর) জেলার কোটালীপাড়া উপজেলার কেন্দ্রীয় দূর্গা মন্দির পশ্চিমপাড় সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান সকলের উদ্দেশ্যে বলেন, কেউ যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর কেউ যদি ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবীদের তালিকা, সিসি ক্যামেরা ও জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ মন্দিরের সার্বক্ষণিক আলোকসজ্জা করার পরামর্শ প্রদান করা হয়েছে।

এসপি মিজানুর রহমান বলেন, প্রতিটি মন্দিরে পরিদর্শনসহ মন্দিরের সার্বক্ষণিক খোঁজ খবরসহ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে মতবিনিময় অব্যাহত রয়েছে। শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করণে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানসহ গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সদস্য, আনসার ও স্বেচ্ছাসেবক, সাংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য (০)





image

উলিপুরে বামনি নদীতে ডুবে প্রাণ গেল বৃদ্ধের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বামনি নদীতে ডুবে আব...

image

রাণীনগরে পানিতে ডুবে নিহত দুই ভাইয়ের পরিবারকে আর্থিক অনুদ...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক...

image

কালীগঞ্জে খেলাধুলার মাধ্যমে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে উ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডক...

image

মণ্ডপে মণ্ডপে নওগাঁর জেলা প্রশাসক

নওগাঁ প্রতিনিধি: দেশজুড়ে চলছে সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে ব...

image

লালমনিরহাটে পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় বিএনপির

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে...

  • company_logo