
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবকে উৎসবমুখর ও আনন্দদায়ক করতে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
গত চারদিনে ৫০টিরও বেশি পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।তার এই পূজামন্ডপ পরিদর্শনকে ইতিবাচক মনে করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। এ সময় পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে কথা বলেন এই নেতা।
বিশেষ করে তিস্তার চরাঞ্চল সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের পূজামন্ডপগুলোতে বেশি সময় দিয়েছেন তিনি। এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায় জানান, বিএনপি'র উদ্যোগে বিভিন্ন পূজামন্ডপে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের ফলে একদিকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে অপরদিকে পুজোর আনন্দও অনেকটা বেড়ে গেছে।
তাছাড়াও বিএনপি'র উদ্যোগে সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ করেছেন তিনি।এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।
এ ব্যাপারে বিএনপি নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা লালমনিরহাট।আমরা উৎসবের আনন্দে সবাই মিলিত হই। কাঁধে কাঁধ রেখে চলার প্রত্যয়ে এগিয়ে যেতে চাই।বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমাদের অঙ্গীকার। ঐক্যবদ্ধভাবে আমরা ধর্মান্ধতা ও সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকব। এবং একটি আদর্শ ও কল্যাণমুখর রাষ্ট্র গড়ে তুলবো। এ সকল পূজামন্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক,ফারুক আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,সাহেদুল ইসলাম সাজু পাটোয়ারী,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শীবু রায় কার্জী সহ বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বামনি নদীতে ডুবে আব...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডক...
নওগাঁ প্রতিনিধি: দেশজুড়ে চলছে সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে ব...
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :...
মন্তব্য (০)