• সমগ্র বাংলা

চাটমোহরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ইউএনও মুসা নাছের চৌধুরী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মতবিনিময় করেছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসির চৌধুরী। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার হান্ডিয়াল, নিমাইচড়া ও পৌর এলাকার  বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।  

এ সময় তিনি একাধিক মতবিনিময় সভায় বক্তব্য দেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ও নিমাইচড়া ইউপি প্রশাসক খলিলুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আলী আহমেদ, ফায়ার সার্ভিসের ফিল্ড অফিসার শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী, পৌর সাধারণ সম্পাদক তরুন পালসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইউএনও নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর মন্দির ও হান্ডিয়ালে পৃথক মতবিনিময় সভায় বক্তব্য দেন।

এদিকে পাবনা জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহর পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। তিনি চাটমোহর হরিসভা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য (০)





  • company_logo