
ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলা পশ্চিম সুতারপাড়া এলাকায় একটি বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে নারীসহ ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন, আব্দুল করিম (৫২), মিথিলা আক্তার (১৪), মিম (১৬), আসমা আক্তার (৪০), রুপা (৩৫), মায়মোনা আক্তার (১৬)। আহত ভুক্তভোগীরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে ১৪৫ ধারা জারি থাকলেও স্থানীয় আরিফ ও শাওনের নেতৃত্বে মঙ্গলবার সকালে প্রবাসী শেখ জাহিদুল ইসলামের বাড়িতে ভেকু দিয়ে বাড়ি ভাংচুর চালায়। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে তাদের মারধর করে। এসময় আহত হয় নারীসহ ৬জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় ভেকু জব্দ করে চালকসহ তিনজনকে আটক করে দোহার থানায় সোপর্দ করেন এলাকাবাসী। এদিকে ঘটনার বিষয়ে জানতে আরিফ ও শাওনের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। বাড়ির এক সদস্য মাকসুদা জানান স্থানীয় এক শালিশীতে তাদের জমি দখল নিতে বলা হয়েছে।
এ বিষয়ে দোহার থানার ওসি হাসান আলী বলেন, হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...
নিউজ ডেস্কঃ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরের শিবরামপুর গ্রামে অভিযান ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক...
মন্তব্য (০)