• সমগ্র বাংলা

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গা রোধে পুলিশসহ সবাইকে সতর্ক থাকার আহবান এসপি মিজানুর রহমানের

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাউৎসবকে সামনে রেখে পূজা মণ্ডপগুলোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দাঙ্গা রোধে পুলিশসহ সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশের কর্ণধার, গোপালগঞ্জ জেলা পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ সুপার মিজানুর রহমান। 

বৃহস্পতিবার গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি।

এসপি মিজানুর রহমান বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এ দেশের বাঙ্গালি হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা পালন করে আসছে। এ উৎসব সর্বজনীন। সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আমাদের বাংলাদেশ তথা গোপালগঞ্জ জেলা।

তিনি বলেন, নির্বাচন আসন্ন। নির্বাচন পূর্ব পরিবেশ অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক গোষ্ঠী সক্রিয়। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা। পূজা সফলভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজায় যাতে কোন প্রকার আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে তার জন্য জেলা পুলিশ সার্বক্ষণিক ভাবে কাজ করবে। এছাড়া শান্তিপূর্ণ পূজা উদযাপনে জেলা, উপজেলা, পৌরসভা ও প্রতিটি  ইউনিয়নের সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি। 

পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত হোক-এ কামনা করি। ধর্মীয় অনুষ্ঠানাদি দেশের মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহাদ্যের বন্ধনকে আরো সংহত করবে- এটাই আমাদের প্রত্যাশা।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শারদীয় উৎসবের অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের নিজের, পরিবারের সদস্যদের এবং প্রতিবেশীর সুরক্ষা প্রদানের। গোপালগঞ্জ বাসীর মধ্যে ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে- শারদীয় দুর্গা উৎসব এ প্রত্যাশা করি। 

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা ২৪ ঘণ্টা ডিউটিতে থাকবে। এছাড়া র‌্যাব-সেনাবাহিনী টহলে থাকবে। পরিশেষে সকলের নিকট দোয়া কামনা করেন তিনি।

এ বছর গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলায় এক হাজার ২৮৫ টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৫৩ টি, কোটালীপাড়া উপজেলায় ৩২১ টি, মুকসুদপুর উপজেলায় ২৯৫ টি, কাশিয়ানী উপজেলায় ২২৪ টি ও টুঙ্গিপাড়া উপজেলায় ৯০ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্দিরে, মন্দির কমিটির স্বেচ্ছাসেবক দল গঠনের মধ্য দিয়ে মন্দির সুরক্ষার জন্য আহ্বান জানানো হয়। পুলিশ, আনসার ভিডিপির , বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের সার্বিক সহযোগিতা মূলক পূজা উদযাপন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজা চলাকালীন সময়ে পুলিশ প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





  • company_logo