
ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ওসি মো. আলাউদ্দিন ছাড়াও কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিওজেএ) কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি রফিক সরকার, সাংবাদিক তৈয়বুর রহমান, ইমতিয়াজ আহমেদ, আবু সালেক বাবুসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিূর্ণভাবে উদযাপনের জন্য গণমাধ্যমকর্মীরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় ওসি মো. আলাউদ্দিন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। তাই এ উৎসবকে ঘিরে মব সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে পারে এমন কোনো পোস্ট এড়িয়ে চলার পাশাপাশি যাচাই-বাছাইয়ের পর সংবাদ প্রকাশ করার অনুরোধ করেন।”
তিনি আরও বলেন, স্থানীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন তথ্য উপাত্ত জানা থাকলে অবিলম্বে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার পশ্চিম ভাসানচরে ...
সঞ্জু রায়, বগুড়াঃ বিএনপির ভারপ্রাপ্ত চ...
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ঢাকা ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যা...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামার ২নং ভেড়ভে...
মন্তব্য (০)