• সমগ্র বাংলা

পূজায় ৬ দিন বন্ধের কবলে হিলি স্বলবন্দরে আমদানি-রপ্তানি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্টিতে শুরু হয়ে আগামী ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ৫দিন দুর্গা উৎসব। উৎসব পালনে ছুটিতে হিলি স্থলবন্দর বন্ধ রাখা হচ্ছে আমদানি রপ্তানি। 

হিলি স্হল বন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শাহীনুর ইসলাম জানান, আগামীকাল ২৬ সেপ্টেম্বর শুক্রবার এবং পরদিন ২৭ সেপ্টেম্বর শনিবার সরকারি সাপ্তাহিক ছুটির দিন। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পূজার ছুটিতে বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে ২৭ সেপ্টেম্বর শনিবার ভারত থেকে চাল মশুর ডাল, কাঁচা মরিচ আদা ভূষি এবং জিরা বাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে। অন্যদিকে ৬দিনের পূজার ছুটির মধ্যেও সরকারি ছুটি ব্যতিত অন্যান্য দিনগুলোতে বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টে সচল রাখা হবে আমদানিকরা পণ্য খালাসসহ দেশের বিভিন্ন প্রান্তে মালামাল সরবরাহের সুবিধার্থে।

 হিলি স্থল বন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের অফিস সহকারি রাশেদ আলী জানান, ২৭ সেপ্টেম্বর আমদানি পণ্য প্রবেশ করবে বন্দরে। অন্যান্য আমদানি পণ্যের মধ্যে কাঁচা মরিচ, আদা, জিরা মশুর ডাল এবং ভূষিসহ কোন পন্যের স্লোট বন্দরে আটকা পড়বেনা। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির তালিকায় থাকা প্রাণ ও আকিজ গ্রুপের পণ্যে বন্দরে আটকা থাকবেনা। 

 

ছুটি কাটিয়ে ৪ অক্টোবর শনিবার থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বন্দরে।

 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে কাস্টমসের কার্যক্রম সচল থাকবে এবং চাইলে আমদানিকারকেরা আমদানি করা পণ্য বন্দরে খালাস করতে পারবেন। সব ধরনের সহযোগিতা করা হবে।

 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, দুর্গাপূজায় বন্দর বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে তারা যাতায়াত করতে পারবেন।

মন্তব্য (০)





  • company_logo