
ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতের দিকে উপজেলার ফুলহরি গ্রামের হরিতলা সর্বজনীন পুজা মন্দিরে । সিসিটিভি ফুটেজে ধরা পড়া দৃশ্যে দেখা যায়, এলাকার মানসিক প্রতিবন্ধী মনজের আলী মন্দিরে প্রবেশ করেন। এর পর একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দিতে থাকেন এবং পানিতে ডুবাতে শুরু করেন। এ ঘটনায় মনজের বিশ্বাস (৫০) নামে মানসিক প্রতিবন্ধীকে আটক করেছে পুলিশ।
মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, ‘আজ মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত আমাদের লোকজন মন্দিরে পাহারায় ছিল। মনজের বিশ্বাস অসুর, কার্তিক, স্বরসতিসহ ৬টি মূর্তিগুলোর মাথা ভেঙেছেন।সকাল ৯টার সময় আমরা এসে দেখতে পাই যে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, ‘মনজের বিশ্বাস কিছুটা মানসিক প্রতিবন্ধী। যেখানে পুজা হয় তিনি সেখানে যান। আমাদের এই মন্দিরেও তিনি আসেন।আমাদের এখানে খাওয়া-দাওয়া করেন। এখন এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। ঘটনাস্থল থেকে শৈলকুপা থানার ওসি মাসুম খান গণমাধ্যম কর্মীদের বলেন, ‘সিসিটিভির ফুটেজ দেখে আমরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছি। বিষয়টি নিয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী।
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার পশ্চিম ভাসানচরে ...
সঞ্জু রায়, বগুড়াঃ বিএনপির ভারপ্রাপ্ত চ...
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ ঢাকা ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যা...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামার ২নং ভেড়ভে...
মন্তব্য (০)