• সমগ্র বাংলা

নওগাঁয় পূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় আসন্ন দুর্গাপুজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন।

এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নূরে আলম সিদ্দিকী, উপজেলা আনছার-ভিডিপি কর্মকর্তা মো: আজিজুর রহমান, সদর উপজেলা ও পৌর বিএনপি, জামায়েতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ ও সকল পূজা মন্ডব কমিটির নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন বলেন এবার উপজেলার ১২৫টি পূজা মন্ডবে শারদীয় দূর্গাপূজা উদযাপন হচ্ছে। ইতিমধ্যেই সকল পূজা মন্ডবে সরকারের পক্ষ থেকে পাঠানো উপহার প্রদান করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো একটি সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তাই এই উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ব্যক্তি বা মহল মিথ্যে তথ্য ছড়িয়ে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার সুযোগ যেন না পায় সেই জন্য প্রত্যককে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।

মন্তব্য (০)





  • company_logo