• সমগ্র বাংলা

বগুড়ায় ইয়াকুবিয়া স্কুলের কলেজ শাখার অনুমোদন বাতিলের দাবিতে মানব-বন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ সমুন্নত রাখতে কলেজ শাখার পাঠদানের অনুমোদন বাতিল ও সকল অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে অভিভাবক ও শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে এই কর্মসূচি পালন করেন।


মানববন্ধন থেকে অভিভাবক এবং শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধুমাত্র নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে ব্যক্তি স্বার্থে বিগত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা কলেজ শাখার অনুমোদন করিয়েছিলেন। অথচ প্রতিষ্ঠানটিতে স্কুল শাখার শিক্ষার্থীদেরই পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকার পাশাপাশি জায়গার চরম সংকুলান অবস্থা। বিদ্যালয়টিতে আজও নেই ছাত্রীদের একটি আলাদা কমন রুম, নেই বিজ্ঞান বিভাগের বিষয়ভিত্তিক আলাদা ল্যাবরেটরী। একই সাথে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে আজও চালু করা যায়নি একটি মানসম্মত ক্যান্টিন। শিক্ষার্থীরা প্রতিনিয়ত বাইরের অস্বাস্থ্যকর খাবার খেয়ে অধিকাংশ সময় অসুস্থ হয়েও পরে।

অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের স্বল্প জায়গায় যখন স্কুল শাখা চালাতেই হিমশিম খেতে হচ্ছে তখন নীতিমালা বহির্ভূতভাবে ঘুষ দিয়ে ব্যক্তি স্বার্থে অনুমোদন করে নিয়ে আসা কলেজ শাখার পাঠদানের অনুমোদন বাতিল করতে হবে।


এছাড়াও বিগত সরকারের সময় স্কুলের জায়গায় মার্কেট নির্মাণ, কলেজ শাখায় নিয়োগের নামে বিভিন্ন মানুষের থেকে ১২ থেকে ১৬ লক্ষ টাকা আদায়, বিদ্যালয় এর উন্নয়নের নামে হরিলুটের নানা অভিযোগ এনে তারা সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠ তদন্তের দাবী জানান।


এসময় সাধারণ শিক্ষার্থীদের একাংশ জানান, বিদ্যালয়ের দুই শিফটে প্রতিটি শ্রেণী কক্ষেই তাদের বেঞ্চে গাদাগাদি করে বসে ক্লাস করতে হয়। তাদের নিজেদেরই যখন রয়েছে নানা না পাওয়ার গল্প তখন তাদের সমস্যাগুলো সমাধান না করে প্রতিষ্ঠানে কলেজ শাখা চান না তারা। তারা প্রতিষ্ঠানটিতে পড়াশোনার একটি সুন্দর পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান।

মন্তব্য (০)





  • company_logo