• লাইফস্টাইল

রাত জেগে মোবাইলে ব্যস্ত থাকলে যেসব সমস্যা হতে পারে

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্কেরাও এখন রাত জেগে মোবাইলে ব্যস্ত। অনেকেই বলেন, রাত জাগলে চোখের নীচে কালি পড়বে। কিন্তু রাত জেগে মোবাইল দেখার আরও নানা সমস্যা রয়েছে। তাই চিকিৎসকেরা নানা ভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন।

ওজন বৃদ্ধি

রাতে জেগে থাকলে দেহে হরমোনের তারতম্য ঘটে। তার ফলে খিদে পায়। নিত্য দিন এ অভ্যাসে অজান্তেই দেহের ওজন বৃদ্ধি পাবে।

হরমোন

দেহে দীর্ঘ দিন ব্যাপী হরমোনের তারতম্য ঘটতে থাকলে মেটাবলিজমের হার বাধাপ্রাপ্ত হয়। তার ফলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়া।

ডায়াবিটিস

দীর্ঘ দিন রাতে জেগে থাকলে অনিদ্রার সমস্যা শুরু হয়। তার ফলে রক্তে ইনসুলিনের তারতম্য ঘটে। ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

রক্তচাপ

রাত জাগার ফলে রক্তচাপের তারতম্য ঘটতে পারে। তার ফলে দীর্ঘকালীন পরিস্থিতিতে হার্টের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

মানসিক স্বাস্থ্য

ঘুম শরীরকে বিশ্রাম দেয়। কিন্তু রাত জাগার ফলে ঘুম না হলে সময়ের সঙ্গে উদ্বেগ, মুড সুইং এবং ব্রেন ফগ বাড়তে থাকে।

 

মন্তব্য (০)





image

ওজন নিয়ন্ত্রণে কলা কখন খাবেন

নিউজ ডেস্ক : কলা পুষ্টিতে ভরপুর ও সহজলভ্য। তবে শুধু খাওয়াই নয়, সঠিক সময়ে...

image

গ্যাস অম্বল ও বদহজম দূর করার ঘরোয়া ‘টনিক’

নিউজ ডেস্ক : আমরা হজম সমস্যায় কমবেশি সবাই ভুগতে থাকি। একটু বেশি ভাজাভুজি...

image

সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে ৫ টোটকা

নিউজ ডেস্ক : ডিমের মতো স্বাস্থ্যকর খাবার খুব কমই আছে। প্রতিদিন সকালে অনে...

image

‎ভোগ মানেই মণ্ডামিঠাই: দুর্গাপুজার তিন মিষ্টির রেসিপি

নিউজ ডেস্কঃ বাংলার বনেদি বাড়ির দুর্গাপুজোর ইতিহাস শুধু...

image

তেল মাখলেই চুল ওঠে, সঠিক নিয়ম মেনে ‘চাম্পি’ করছেন তো?

নিউজ ডেস্ক : চুলের যত্নে যত দামি প্রসাধনীই আপনি ব্যবহার করুন না কেন, তেল...

  • company_logo