
ছবিঃ সিএনআই
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হারুন হাওলাদারকে (৬৫) ৩৮ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ৩৮ বছর পর গ্রেফতার।শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর লালবাগ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ দিন ধরে অভিযান চালানো হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়ে হারুনকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হারুন হাওলাদার গলাচিপা উপজেলার চরচত্রা গ্রামের মৃত সত্তার হাওলাদারের ছেলে।
ওসি আশাদুর রহমান জানান, ১৯৮৬ সালে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের বড় চরচত্রা গ্রামে দেবেন্দ্র শিকারী ওরফে দেবু শিকারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশি তদন্ত শেষে হারুনসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। পরে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।ঘটনার পর থেকেই হারুন পলাতক ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি ঢাকার লালবাগ এলাকায় একটি খাবার হোটেলে বাবুর্চির কাজ করছিলেন। এরপর গলাচিপা থানা পুলিশ র্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে দীর্ঘ ৩৮ বছর পর সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানার সামনে ভিড় জমায় তাকে একনজর দেখতে।
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের&...
নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী আসন পুনর্বিন্যা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গ্রাহক সেবা ...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীত...
রংপুর ব্যুরোঃ রংপুরের তারাগঞ্জে পাঁচ মাস বয়সী শিশুকন্যা...
মন্তব্য (০)