
ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ রংপুরের তারাগঞ্জে পাঁচ মাস বয়সী শিশুকন্যাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মা তুলসি রানী পুতুলের (২৫) বিরুদ্ধে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, শিশুটির বাবা বাবু লাল স্থানীয় একটি হোটেলের শ্রমিক।তার স্ত্রী তুলসি রানী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।এ কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। গত কয়েকদিন ধরে শিশুটি মূলত দাদি পাতানী রানীর কাছে ছিল।
ঘটনার দিন সকালে শিশুটি কান্নাকাটি করলে দাদি তাকে দুধ খাওয়ানোর জন্য তুলসি রানীর হাতে তুলে দেন।কিছুক্ষণ পর ঘরে নিয়ে গিয়ে নিজের মেয়েকে গলাকেটে হত্যা করেন ওই মা। এরপর রক্তাক্ত শিশুটিকে স্বামী বাবু লালের হাতে তুলে দেন তিনি।
এ ঘটনায় হতভম্ব শিশুটির বাবা বাবু লাল সাংবাদিকদের বলেন,“আমার বউ কিছুদিন ধরে অসুস্থ।তাই মায়ের কাছেই বাচ্চা ছিল।সকালে বাচ্চা কান্না করছিল বলে মা বউকে দেয় দুধ খাওয়ানোর জন্য।কিছুক্ষণ পর কান্না থেমে যায়। তারপর দেখি আমার হাতে রক্তাক্ত বাচ্চা দিয়ে গেল। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। মেয়েটার কান্না থামল, কিন্তু এভাবে যে থামবে, তা কল্পনাও করিনি।”
শিশুটির দাদি পাতানী রানী বলেন,“বউমার মাথার সমস্যা আছে। তাই নাতনি কয়েকদিন ধরে আমার কাছেই ছিল। সকালে কান্না করছিল বলে বউকে দেই দুধ খাওয়ানোর জন্য।কিছুক্ষণ পর দেখি আমার ছেলে হাতে করে রক্তাক্ত নাতনি নিয়ে কাঁদছে। আর বউ চুপচাপ দাঁড়িয়ে আছে।
পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা তুলসি রানীকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রতিবেশীরা বলছেন, শিশুটির মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। এক সন্তানের মা হয়ে কীভাবে আরেকটি সন্তানকে হত্যা করতে পারে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে তীব্র আলোচনা।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক সাংবাদিকদের বলেন,“ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে ওই নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, বাচ্চার জন্মের পর থেকে ঠিকমতো রান্না বা গৃহস্থালির কাজ করতে পারেন না।দুই সন্তান সামলাতেও কষ্ট হচ্ছিল।তাই হঠাৎ রাগ বা মানসিক চাপে শিশুটিকে হত্যা করেছেন বলে দাবি করেছেন।”
ওসি আরও বলেন, “স্বজনেরা জানিয়েছেন তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে আসলেই মানসিক সমস্যা ছিল, নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে হত্যা মামলার যাবজ্জীবন সা...
নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনী আসন পুনর্বিন্যা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গ্রাহক সেবা ...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীত...
রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় প্রকাশ্যে দুই ক...
মন্তব্য (০)