• সমগ্র বাংলা

ফরিদপুরে জামিনে বের হয়ে প্রভাবশালীর বিরুদ্ধে প্রাচীর নির্মান করে পৈতৃক জমি দখলের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা মৌজায় পৈতৃক জমি দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। অভিযোগকারীরা বলছেন, হিরালদী গ্রামের মো. শাহাবুদ্দিন গংরা তাঁদের কেনা জমির বাইরেও আরও জমি প্রাচীর দিয়ে ঘিরে দখল করে নিয়েছেন। সম্প্রতি একটি হত্যা প্রচেষ্টা মামলায় জামিনে বেরিয়ে তাঁরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

 জানা যায়, সাউতিকান্দা মৌজার বিএস ৯৪১ দাগের ৮০ শতাংশ জমির মালিকানা দাবিদার আট ভাই-বোন। এর মধ্যে ৬৩ শতাংশ জমি রেলওয়ে কর্তৃপক্ষ অধিগ্রহণ করে নিয়েছে। বাকি ১৭ শতাংশের মধ্যে ৪.৮২ শতাংশ জমি দুইটি পৃথক দলিলের মাধ্যমে তিন ভাইবোন বিক্রি করে দেন মো. শাহাবুদ্দিন গংদের কাছে। কিন্তু অভিযোগ উঠেছে, তাঁরা কেনা ৩.০৩ শতাংশ জমির বাইরে আরও প্রায় ৮.১০ শতাংশ জমি প্রাচীর নির্মাণ করে জোরপূর্বক দখল করে নিয়েছেন।

ক্ষতিগ্রস্তদের একজন, রাবেয়া বেগম জানান, শুধু জমি দখলই নয়, শাহাবুদ্দিন গংরা সীমানা পিলার ও তাঁদের পূর্বপুরুষের লাগানো গাছ উপড়ে ফেলে সীমানাও বিলীন করে দিয়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো সুরাহা পাচ্ছেন না তাঁরা।

 প্রভাবশালীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, মো. শাহাবুদ্দিন, শাহ আলী ও শাহজাহান গংরা খুবই প্রভাবশালী এবং এলাকার ত্রাস। তাঁরা কালো টাকা দিয়ে সবকিছু নিজেদের পক্ষে নিয়ে নিতে সিদ্ধহস্ত। সম্প্রতি তাঁরা একটি হত্যা প্রচেষ্টা মামলায় জামিন পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এর আগে তাঁরা একটি হত্যা মামলাসহ একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীরা আরও বলেন, তাঁরা এলাকায় না থাকার সুযোগে শাহাবুদ্দিন গংরা ক্ষমতার দাপট দেখিয়ে জমিটি দখল করছেন। তাঁরা তাঁদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 এ ব্যাপারে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার মন্ডল জানান, তিনি উভয় পক্ষের অভিযোগ শুনেছেন। যেহেতু ক্রয়কৃত জমির ‘ডিমার্কেশন’ (সীমানা নির্ধারণ) এবং ‘পার্টিশন ডিড’ (বণ্টন দলিল) নেই, তাই সমস্যাটির সৃষ্টি হয়েছে। তিনি জানান, উভয় পক্ষই জমির পশ্চিম পাশ দিয়ে দখল নিতে চায় এবং পুলিশ দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার চেষ্টা করছে।

এই বিষয়ে জানতে অভিযুক্ত  শাহ আলীকে ফোন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন এবং পরবর্তীতে আর ফোন ধরেন নি। 

 

মন্তব্য (০)





image

পাবনায় পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে সাঁকো পার হতে গিয়ে ডোবার প...

image

শেরপুরে ডাক্তার না লেখার প্রজ্ঞাপন বাতিল চেয়ে হোমিওপ্যাথি...

শেরপুর প্রতিনিধি : হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র...

image

সোনারগাঁয়ে খেলা করতে গিয়ে খালে ডুবে দুই ভাই বোন নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলা করতে গিয়...

image

মাদারগঞ্জে সমবায় সমিতির টাকা ফেরত চেয়ে বিক্ষোভ, কতৃপক্ষের...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে শতদল বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে টাকা আ...

image

বগুড়ায় পিডিপি'র উদ্যোগ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শি...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পভারটি...

  • company_logo