
ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি : আগামীর যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে মাগুরায় প্রথমবারের মতো আয়োজিত হয়েছে উপজেলা প্রশাসন বিতর্ক উৎসব ২০২৫। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ অহিদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশাসন, মাগুরা সদরের আয়োজনে শুক্রবার (২৯ আগস্ট) জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ উৎসব।
সকাল ৮টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় উৎসবের যাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ অহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসিবুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা আদর্শ বিতর্ক সংঘ (এমআইডিএস)-এর চেয়ারম্যান নাহিদুর রহমান দুর্জয়।
আদর্শ বিতর্ক সংঘ এমআইডিএস-এর সহযোগিতায় আয়োজিত এ উৎসবে মাগুরা সদর উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করে।
দিনব্যাপী এ আয়োজনকে সমৃদ্ধ করতে বিশেষ সেশন পরিচালনা করেন দেশের খ্যাতিমান বিতার্কিকগণ। ‘বাংলাদেশের বিতর্ক শিল্প ও বিতর্ক ক্যারিয়ার’ বিষয়ক মূল আলোচনা করেন জাতীয় টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) বর্তমান চেয়ারম্যান জনাব একেএম শোয়েব। এছাড়া ‘বিতর্ক প্রতিযোগিতার খুটিনাটি ও প্রতিষ্ঠান ভিত্তিক বিতর্ক চর্চার কৌশল’ বিষয়ে সেশন নেন এনডিএফ বিডি খুলনা অঞ্চলের মডারেটর মোঃ তাকদীরুল গনী, সহকারী অধ্যাপক, খুলনা পাবলিক কলেজ।
উৎসবের মূল আকর্ষণ হিসেবে ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় আন্তর্জাতিক শিশু বিতর্ক (রম্য), মাধ্যমিক পর্যায়ে সনাতনী স্কুল বিতর্ক ‘সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ’, তাৎক্ষণিক বিতর্ক ‘মাগুরায় আমার স্কুলই সেরা’ ইত্যাদি।
এছাড়াও মাগুরা সদরের ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ২৬টি বিতর্ক ক্লাবের কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। প্রতিটি স্কুলে ১১ জন শিক্ষার্থীকে নিয়ে সাংগঠনিক কমিটি এবং ৫ জন শিক্ষককে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর ছিল ব্যতিক্রমধর্মী প্ল্যানচেট বিতর্ক প্রদর্শনী ‘ইতিহাস আমার পদচিহ্ন মাত্র’ এবং এমআইডিএস বিতার্কিকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে মাগুরায় তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চেক ডিজ-অনার মামলায় উপজেলা ছা...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে ইয়াবাসহ এক মাদক ক...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সবাইকে ছেড়ে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ...
মন্তব্য (০)