• সমগ্র বাংলা

রাণীনগর-আত্রাই উপজেলায় কৃষকের ক্ষতি প্রায় ৪১কোটি টাকা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: চলতি মৌসুমে নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় আমন আবাদের শুরুতেই এবার কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ৪১কোটি টাকা। উত্তরের উজান থেকে নেমে আসা পাহারি ঢলের পানি এবং অতি বৃষ্টিপাতের কারনে রোপনকৃত ধান বন্যার পানিতে ডুবে এই ক্ষতি সংঘটিত হয়েছে। এর মধ্যে রাণীনগর উপজেলায় ৩৪কোটি ৩০লাখ ৪০হাজার এবং আত্রাই উপজেলায় ৬কোটি ১০লাখ ৫হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে ফসলের মাঠ থেকে পানি দ্রুত না নামলে এই ক্ষতির পরিমান আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। এতে ক্ষতিগ্রস্থ্যদের তালিকা করে সরকারীভাবে সহায়তার দাবি করেছেন কৃষকরা।

রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলা জুরে ১৮হাজার ৯১০হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান রোপন করেছিলেন কৃষকরা। ধান রোপনের অল্প কিছু দিনের মধ্যেই উত্তরের উজান থেকে নেমে আসা ঢলের পানি এবং ধারাবহিক ভারী বৃষ্টিপাতে উপজেলার একডালা, পারইল, বড়গাছা, গোনা, মিরাট, রাণীনগর সদর ইউনিয়নসহ বিভিন্ন নিন্মাঞ্চল প্লাবিত হয়ে যায়। এতে বন্যার পানিতে ২৭৭৫হেক্টর জমির রোপনকৃত ধান ডুবে যায়। এর মধ্যে ৯৪৭হেক্টর জমির সম্পন্ন ধান ক্ষতিগ্রস্থ্য হয়েছে এবং ১৮২৮হেক্টর জমির ধান আংশিক ক্ষতি হয়েছে। যার ফলে ১১৫৮০মেট্রিকটন ধান উৎপাদ কম হবে। এতে উপজেলা জুরে ২৭৫৫কৃষক পরিবারের ৩৪কোটি ৩০লাখ ৪০হাজার টাকার ক্ষতি হয়েছে। এই কর্মকর্তা আরো বলছেন, আগামী ৭ থেকে ১০দিনের মধ্যে যদি মাঠ থেকে পানি কমে তাহলে ব্রি ধান-৩৪রোপন করা সম্ভব হবে। কিন্তু পানি না কমলে আর কোন ধানই রোপন করা সম্ভব হবেনা বলে জানিয়েছেন তিনি।
এদিকে আত্রাই উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলা জুরে ৬৪৯৫হেক্টর জমিতে রোপা/আমন ধান রোপন করেছিলেন কৃষকরা। এর মধ্যে উজানের ঢলের পানি এবং লাগাতার অতি বৃষ্টিপাতের কারনে ২৩৪০হেক্টর জমির ধান পানিতে তলে যায়। এর মধ্যে সম্পন্ন ধান ক্ষতিগ্রস্থ্য হয়েছে ৪৯৮হেক্টর এবং আংশিক ক্ষতিগ্রস্থ্য হয়েছে ১৬৬০হেক্টর জমির ধান। এতে উপজেলার ১৯৯৫জন কৃষক পরিবারের  ৬কোটি ১০লাখ ৫হাজার টাকার ক্ষতি হয়েছে।
কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ কুমার জানান, কৃষকরা এখনো ধান রোপনের জন্য প্রস্তুতি নিয়ে আছেন। দ্রুত পানি কমে গেলেই আবারো ধান রোপন শুরু করবেন। কিন্তু যদি পানি দ্রুত মাঠ থেকে নেমে না যায় সে ক্ষেত্রে আর ধান রোপন করার সুযোগ থাকবেনা। তবে মাঠে পানির স্থায়ীত্ব দীর্ঘ হলে ক্ষতির পরিমান আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
আত্রাই উপজেলার কচুয়া গ্রামের কৃষক এনামুল হক জানান, ৭বিঘা জমি বর্গা নিয়ে ধান রোপন করেছিলেন। বন্যায় সবগুলো জমির ধান নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি বলছেন, জমি থেকে পানি খুব ধীর গতিতে নেমে যাচ্ছে। ফলে ধান রোপন করার হয়তো আর সুযোগ হবেনা।

রাণীনগর উপজেলার একডালা গ্রামের কৃষক মোজাম্মেল হক জানান, তিনি প্রতি বছর ১২৫বিঘা জমিতে ধান রোপন করেন। চলতি মৌুসেম ৮৭বিঘা জমিতে ধান রোপন সম্পন্ন হয়েছিল। এরই মধ্যে বন্যার পানি মাঠে প্রবেশ করায় আর রোপন করতে পারেননি। তার পরেও বন্যায় ৩৯বিঘা জমির রোপনকৃত ধান পানিতে ডুবে পঁচে নষ্ট হয়ে গেছে। তিনি ক্ষতিগ্রস্থ্য কৃষকের সঠিক তালিকা করে সরকারীভাবে সহায়তার দাবি জানান।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, বৃষ্টিপাত কমে যাওয়ায় নদ-নদী থেকে পানি কমে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আত্রাই নদীর আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে সমতল বিপদ সিমার ১৩১সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে এখনই নদ-নদীতে পানি বাড়ার সম্ভবনা নেই।

মন্তব্য (০)





image

জামালপুরে চেক ডিজ-অনার মামলায় শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চেক ডিজ-অনার মামলায় উপজেলা ছা...

image

মাগুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন বিত...

মাগুরা প্রতিনিধি : আগামীর যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে মাগুরায় প্রথম...

image

শ্রীপুরে নিখোঁজের ছয়ঘন্টা পর বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজে...

image

রাজিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে ইয়াবাসহ এক মাদক ক...

image

গোপালপুরে যুবলীগ নেতার সকালে ফ্লাইট দুপুরে মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সবাইকে ছেড়ে...

  • company_logo