
ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজের ছয়ঘন্টা পর বাড়ির অদূরে মাটিতে পুঁতে রাখা বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের একটি মাঠের কোণে মাটিতে পুঁতে রাখা মরদেহ পাওয়া যায়।
নিখোঁজ কমলা বেগম (৫৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের মো. কদম আলীর স্ত্রী।
নিহতের স্বামী কদম আলী জানান, আজ ভোরে আমি কাজের উদ্দেশ্যে বের হয়। তখন স্ত্রী কমলাও বাড়ির অদূরে তাল কুড়াতে যায়। পরে দুপুর ১২ টার দিকে আমি কাজ থেকে বাড়ি ফিরে নাতীর কাছে জিজ্ঞেস করি তোর দাদি কোথায়। তখন নাতি জানায় জানি না। এরপর থেকে আশপাশের বসতবাড়িতে খোঁজা খোজি শুরু করি। কিন্তু তার কোন সন্ধান পায়নি। এরপর স্বজন প্রতিবেশীরা খোজতে থাকে। দুপুর দেড়টার দিকে সাহেরা বেগম নামে এক প্রতিবেশী খুঁজতে গিয়ে ঝোপঝাড়ের ভেতর মাটি খুঁড়া দেখে সন্দেহ হয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে মাটি খুঁড়ে গলাকাটা মরদেহ দেখতে পায়। তিনি আরও জানান, আমার কারো সঙ্গে কোন বিবাদ নেই। প্রতিবেশী নবী হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়েছে মাস দুই আগে।
নিহতের প্রতিবেশীরা জানান, নিখোঁজের বিষয়টি জানতে পেরে সবাই আমরা তাকে খোঁজা শুরু করি। একপর্যায়ে মাটি খুঁড়া দেখে একজন ডাক চিৎকার দেয়। এরপর মাটি খুঁড়ে দেখতে পায় নারীর গলাকাটা রয়েছে। এছাড়াও কয়েকটি স্থানে কাটা দাগ। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। কি করে এমন হলো বুঝতে পারলাম না। কে এমন কাজ করলো।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে চেক ডিজ-অনার মামলায় উপজেলা ছা...
মাগুরা প্রতিনিধি : আগামীর যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে মাগুরায় প্রথম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুরে ইয়াবাসহ এক মাদক ক...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : সবাইকে ছেড়ে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ...
মন্তব্য (০)