
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে যুব সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ জামালপুর জেলা শাখা।
জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত যুবক, ধর্মপ্রাণ মানুষ ও অতিথিরা এতে অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ, জামালপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ইসমাঈল বিন আব্দুল গণী এবং উদ্বোধন করেন দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি মাসুদ বিন আব্দুল্লাহ।
এতে প্রধান অতিথি ছিলেন আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—,আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ জামালপুর দক্ষিণ সাংগঠনিক জেলার প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল (অব.) মুহাম্মাদ বাহাজ উদ্দীন, সভাপতি অধ্যাপক মুহাম্মাদ বযলুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ আবু মুসা আনছারী, জামালপুর উত্তর সাংগঠনিক জেলার প্রধান উপদেষ্টা মুহাম্মাদ রফিকুল ইসলাম (বেলাল), সভাপতি মুহাম্মাদ মাসউদুর রহমান।
প্রধান আলোচক ছিলেন- আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ এর জামালপুর উত্তর সাংগঠনিক জেলার সহ-সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দীন। এছাড়া আলোচনা করেন মুহাম্মাদ শরাফত আলী (বিদ্যুৎ) এবং বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘের সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী।
এছাড়াও বক্তব্য রাখেন- কামারুজ্জামান বিন আব্দুল বারী, মোহাম্মদ হাবীবুল্লাহ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুহাম্মাদ আলামিন, আব্দুল্লাহ বিন সলিম উদ্দীন, মুহাম্মাদ আক্তার হোসেন, এসএম এরশাদ আলম, মুহাম্মদ মনিরুল ইসলাম, আব্দুল আলীম, মুহাম্মদ আবু সাইদ, মুহাম্মদ মকবুল হোসাইন।
দিনব্যাপী সমাবেশে আলোচকরা বলেন-‘বর্তমান সময়ে যুবসমাজ নৈতিক অবক্ষয়, আসক্তি ও বিভ্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো কোরআন ও সুন্নাহভিত্তিক জীবন গঠন। ইসলামি শিক্ষা ও আদর্শকে মেনে চললেই তরুণ প্রজন্ম সঠিক নেতৃত্ব দিতে পারবে এবং সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়-‘যুব সমাজকে ইসলামি মূল্যবোধে গড়ে তুলতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ছাড়া যুবকদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। এ ধরনের সমাবেশের মাধ্যমে তরুণদের মাঝে সঠিক আদর্শ ছড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
দিনব্যাপী আলোচনা শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন- এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে তরুণ প্রজন্ম ইসলামি মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে সৎ, আদর্শবান ও নৈতিকভাবে দৃঢ় সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
নিজস্ব প্রতিবেদকঃ আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্...
পাবনা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরে জাতীয় মৎস্...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গম চরাঞ্...
নিজস্ব প্রতিবেদকঃ চকরিয়া থানার হাজতে দুর্জয় চৌধুরী (২৭) নামে...
মন্তব্য (০)