• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে সেনাবাহিনীর ভুয়া ওয়ারেন্ট অফিসার গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয়ে প্রবাসীদের স্ত্রীদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও অর্থ আদায়ের অভিযোগে ফয়সাল আহাম্মেদ (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

এর আগে শুক্রবার ভোরে জেলার আড়াইহাজার থানাধীন উলুকান্দি পশ্চিমপাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয়ধারী একটি ভুয়া আইডি কার্ড, সেনাবাহিনীর ব্যবহৃত একটি ব্যাগ, একটি টি-শার্ট ও নগদ চব্বিশ হাজার টাকা জব্দের পাশাপাশি সুমি আক্তার নামের এক নারীকে উদ্ধার করা হয়

পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া ভুক্তভোগী সুমি তার ভাইয়ের সিদ্ধিরগঞ্জের বাসায় বেড়াতে গেলে প্রতারক ফয়সালের সঙ্গে পরিচয় হয় তার। ফয়সাল তখন নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত আছেন পরিচয় দিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলেন। পরবর্তীতে সুমির কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেন তিনি। তাকে বদলি করা হয়েছে জানিয়ে সুমিকে ময়মনসিংহের একটি বাসায় নিয়ে ধর্ষণের পর তার স্বামীকে তালাক দিতে চাপ প্রয়োগ করতে থাকেন তিনি।

পরে সেখান থেকে তাকে প্রথমে কক্সবাজার ও পরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিয়ে যায় ফয়সাল। এক পর্যায়ে  ফয়সালের প্রকৃত পরিচয় জানার পর সুমী তার কাছ থেকে চলে আসতে চাইলে ও নিজের পাওনা টাকা ফেরত চাইলে ফয়সাল তাকে মেরে ফেলার হুমকি দেন। সুযোগ বুঝে মুঠোফোনে তার ভাইকে জানালে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীর অবস্থান নির্ণয় করে তাকে উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্ত শেষে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তার ফয়সাল প্রবাসীদের স্ত্রীদের দুর্বলতার সুযোগ নিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাদের সংসারে বিচ্ছেদ ঘটাতো। পরবর্তীতে ওই নারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের জিম্মি করে ধর্ষণ করতো সে। ইতোপূর্বে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে গোপালগঞ্জে ৮ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেছে ফয়সাল। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইলে ভাবনা নামের এক প্রবাসীর স্ত্রীকে একই পদ্ধতিতে প্রতারণার ফাঁদে ফেলে তার স্বামী ডিভোর্স দিয়ে ধর্ষণ করে সে। তার বিরুদ্ধে শাহবাগ এবং তুরাগ থানায় মামলা রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo