• সমগ্র বাংলা

চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের অন্যতম প্রাচীন বিদ্যাপিঠ চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষার গুনগত মানউন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় স্কুলের নিজ মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ. খুরশিদ আলম এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী, পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক, শিক্ষক নুরে মুর্তজা, খোরশেদ আলম, পপি রায়, নাসরিন আক্তার, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা। 

এ সময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ. শহিদুল্লাহ কাওসার, মো. শাহাবুল ইসলাম, মো. শাহাদত হোসেন, মোছা. সাবিনা ইয়াসমিন ও মোছা. ফারজানা খাতুন প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ইমদাদুল হক কাফি। এ সময় শিক্ষক, অভিভাবক উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo