
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের খেলার সুযোগ হাতে গোনা। ২০১৫ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাতীয় দল। দ্বিপক্ষীয় সিরিজের দেখা তো ১৭ বছর আগে। এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় খেলা অনেকটাই বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে লাল-সবুজদের জন্য।
তবে এবার সেই সুযোগ কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে দুই ধাপে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে সোহানরা। ৭ দলের এই প্রতিযোগিতায় এবার নেতৃত্বে রয়েছেন নুরুল হাসান সোহান। গতবার রানার্সআপ হয়েছিল হাই পারফরম্যান্স দল, এবার তাই ট্রফির জন্য লড়াই।
আজ সংবাদ সম্মেলনে সোহানের কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। জানালেন, শেখার সুযোগ নয়, এবার জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে তার দল। সোহান বলেন, ‘শেখার প্রক্রিয়ায় আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখছি, শিখব, এটা তো জীবনেরই অংশ। কিন্তু যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার মনে হয় মূল লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের সবার লক্ষ্যই ট্রফি জেতা।’
এই সফরে শুধু টি-টোয়েন্টিই নয়, রয়েছে একটি চার দিনের ম্যাচও। আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। সেই লক্ষ্যে দলে রাখা হয়েছে টেস্ট স্কোয়াডের পরিচিত মুখ নাঈম হাসান ও হাসান মাহমুদের মতো ক্রিকেটারদের।
তবে আপাতত টি-টোয়েন্টিতেই মনোযোগ সোহানের। তার ভাষায়, ‘সামনের বছর যেহেতু টেস্ট আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ, বিশেষ করে যারা টেস্ট খেলবেন তাদের জন্য। কিন্তু এখন যেহেতু আমরা বড় একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তাই আপাতত মাথায় টি–টোয়েন্টিটাই ঘুরছে।’
স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনূ...
স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে টাইগার যুবাদের আরও একটি জয়। দক্ষিণ আফ্...
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ ড্র করায় আইসিসি টেস্...
স্পোর্টস ডেস্ক : গত মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি...
স্পোর্টস ডেস্ক : চুলের স্টাইল বদলানো কিংবা পায়ের জাদু দেখানো, দুই দিক দি...
মন্তব্য (০)