
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক : বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া নিয়ে মতদ্বৈততা দেখা দিয়েছে বিসিবি পরিচালকদের মধ্যে। কারও মতামত প্যাকেজ বিক্রি করার পক্ষে, কেউ চান নিট ফি দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দিতে। সাদা চোখে প্যাকেজ বিক্রি করে দেওয়া লাভজনক মনে হলেও ঝুঁকির পরিমাণ বিবেচনা করা যাচ্ছে না। কারণ, লাভজনক না হলে চুক্তি বাতিল করে নিজেদের গুটিয়ে নিতে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
যদিও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্যাকেজ ও পরামর্শক নিয়োগ দুই ধরনের প্রস্তাবনাই চেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রস্তাবনা উপস্থাপন শেষে গতকাল আর্থিক মডেল জমা দেয়। জানা গেছে, রিয়াল ইমপ্যাক্ট ও অ্যাবসুলেট লেজেন্ডস ২০ লাখ ডলারের বিনিময়ে ২০২৫-২৬ সালের বিপিএলের প্যাকেজ নিতে চায়। তারা বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে বিসিবিকে ২০ লাখ ডলারের ব্যাংক জামানত দিতেও রাজি। বাকি চার প্রতিষ্ঠানের কেউই ব্যাংক জামানত দিতে রাজি না।
বিসিবি নিজেদের ওয়েবসাইটে যে বিজ্ঞাপন দিয়েছে সেখানে মার্কেটিং, ব্র্যান্ডিং ও কার্যক্রম পরিচালনা করার জন্য কনসালট্যান্ট প্রতিষ্ঠান চেয়েছে। এতে আগ্রহ দেখায় পাকিস্তানি প্রতিষ্ঠান–অ্যাপেক্স স্পোর্টস কনসালট্যাটিং, ইংল্যান্ডের প্রতিষ্ঠান আইএমজি, ভারতের প্রতিষ্ঠান রিয়াল ইমপ্যাক্ট ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি কোম্পানি আইপিজি গ্রুপ অ্যান্ড মাইন্ড ট্রি লিমিটেড আর ট্র্যান্সপোর্ট গ্রুপ।
এদের মধ্যে ভারতীয় প্রতিষ্ঠান রিয়াল ইমপ্যাক্ট প্রথম থেকেই বিপিএলে টিভি প্রডাকশনের কাজ করছে। বিসিবির আন্তর্জাতিক সিরিজের প্রডাকশনও করে তারা। বাংলাদেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে অ্যাবসুলেট লেজেন্ডকে নিয়ে কনসোর্টিয়াম করে বিপিএল প্যাকেজ কিনতে আগ্রহ দেখায়। অ্যাবসুলেট লেজেন্ডের কাছে ফোর-কে সুবিধা থাকায় অনলাইন ব্রডকাস্ট করতে পারবে। এ কারণে পরিচালকদের একাংশ ব্যাংক গ্যারান্টি নিয়ে প্যাকেজ বিক্রির পক্ষে। এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, স্পন্সর ও ব্র্যান্ডিংয়ের বিষয়গুলো বিতর্কমুক্ত রাখতে বিসিবির অনুমোদন নেওয়ার বিধান রাখতে চায়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুবুল আনাম বলেন, ‘বিপিএলের ইমেজ পুনরুদ্ধার, আর্থিকভাবে লাভবান এবং টেকসই বাণিজ্যিক মডেল দাঁড় করাতে সঠিক প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে। গেম অন যে ক্ষতি করে গেছে সে রকম কোনো ফাঁদে পড়তে চাই না।’
তিনি জানান, ৯ আগস্ট অনুষ্ঠেয় বিসিবি সভায় সিদ্ধান্ত নেওয়া হবে প্যাকেজ বিক্রি করা হবে, না ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে বিপিএলের কার্যক্রম পরিচালনার জন্য।
স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনূ...
স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে টাইগার যুবাদের আরও একটি জয়। দক্ষিণ আফ্...
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ ড্র করায় আইসিসি টেস্...
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের খেলার সুযোগ হাতে গোনা। ২...
স্পোর্টস ডেস্ক : গত মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি...
মন্তব্য (০)