
ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ জুলাই গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে ল্যাক্রোস প্রদর্শনী খেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে রাজধানীর এপিবিএন হেডকোয়ার্টার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ খেলার উদ্বোধন করেন শহীদ মীর মুগ্ধ'র বাবা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির। অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন বাংলাদেশ ল্যাক্রোস এসোসিয়েশনের সভাপতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি এম এ কফিলউদ্দিন, জহির রায়হান, ড.শামিম আহমেদ, মো: সালাউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম ইমাম হোসেন সোহাগ, যুগ্ম সম্পাদক এম শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ ফয়সাল হোসেন, সদস্য এড. নাসরিন খন্দকার, মাকসুদা চৌধুরী।
এসময় বক্তারা বাংলাদেশে নতুন এই খেলাটি বিশ্ব ব্যাপী তুলে ধরবে বলে জানিয়ে বলেন, জেলা পর্যায়েও এই খেলাটি জনপ্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও ২৮ এর অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটি। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ল্যাক্রোস একটি আমেরিকানদের খেলা, তবে বাংলাদেশে এটি এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি। আমরা চাই সবার সহযোগিতা ল্যাক্রোস খেলা এগিয়ে যাবে।
ল্যাক্রোস টুর্নামেন্টের শুরুতে মুখোমুখি হয় নারায়ণগঞ্জ জেলা নারী দল ও ঢাকা জেলা নারী দল। ৩০ মিনিট খেলা শেষে ঢাকা জেলা বিজয়ী হয়।
স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনূ...
স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে টাইগার যুবাদের আরও একটি জয়। দক্ষিণ আফ্...
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ ড্র করায় আইসিসি টেস্...
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের খেলার সুযোগ হাতে গোনা। ২...
স্পোর্টস ডেস্ক : গত মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি...
মন্তব্য (০)