• খেলাধুলা

টিটি দলের দায়িত্ব নিচ্ছেন ২৫ বছর বয়সি থাই কোচ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  অক্টোবরে বাহরাইনে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। এর অংশ হিসেবে জাতীয় টেবিল টেনিস দলের জন্য থাইল্যান্ড থেকে কোচ আনা হচ্ছে।

রোববার ২৫ বছর বয়সি কোচ প্যাটারাথ্রোর্ন পাসারা আগামী ২ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন। কোচের পারফরম্যান্স সন্তোষজনক হলে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

এই থাই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র‌্যাংকিং ৩১৪ নম্বরে ছিল। তখন তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে তিনি যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ জানান, ‘থাই কোচ আনার পাশাপাশি আমাদের ইচ্ছা আছে বিদেশ থেকে সহকারী কোচ বা প্র্যাকটিস পার্টনার আনার ব্যাপারে। এছাড়া আমরাদের প্রশিক্ষণার্থীদের দেশের বাইরের একাডেমিতে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য পাঠানোর ইচ্ছা রয়েছে।’

তিনি আরও জানান, এই মুহূর্তে আমাদের ক্যাম্প অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি টিম রয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন জন ক্যাম্পে রয়েছে। আগামী ৮ আগস্ট বাছাইয়ের মাধ্যমে সিনিয়র টিমের সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে। তবে থাই কোচের কাছে সম্ভাবনায় সিলেক্টেড কিছু খেলোয়াড়দের আগে দেয়া হবে। আমাদের স্থানীয় কোচদের অধীনে বাকিরা প্রশিক্ষণ নেবেন।

মন্তব্য (০)





image

সাগরিকার জোড়া গোলে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লাওসের বিপক্ষে জয় পেল বাংলাদেশ অনূ...

image

দ.আফ্রিকাকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে টাইগার যুবাদের আরও একটি জয়। দক্ষিণ আফ্...

image

ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে সিরাজ, বড় লাফ কৃষ্ণার

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ ড্র করায় আইসিসি টেস্...

image

শেখা নয়, অস্ট্রেলিয়ায় ট্রফি জিততে যাচ্ছে সোহানের দল

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের খেলার সুযোগ হাতে গোনা। ২...

image

‘বাংলাদেশে গিয়ে সিরিজ হারা উচিত হয়নি’

স্পোর্টস ডেস্ক :  গত মাসে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি...

  • company_logo