
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়া কাপের। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল।
এর মধ্যে শ্রীলংকা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটির টিকিটের মূল্য একই রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই দুই ম্যাচ সর্বনিম্ন ২০৬৮ টাকায় নর্থস্ট্যান্ডে বসে দেখতে পারবেন দর্শকরা। ৩৪৪৭ টাকায় পাওয়া যাবে সাউথ গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট।
এই দুই ম্যাচে সর্বোচ্চ দাম ভিআইপি স্যুটের, বাংলাদেশি টাকায় যার মূল্য ৬৮,৯৩০ টাকা। এক্ষেত্রে অবশ্য একসাথে ৪ জন বসে খেলা দেখার সুযোগ পাবেন। অনলাইনে টিকিট কেনা যাবে- https://abu-dhabi.platinumlist.net/event-tickets/asiacup-abudhabi এই লিংক থেকে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে তীব্র গরমের কারণে আসন্ন এশিয়া কাপ ১৯ ম্যাচের মধ্যে ১৮টির সময় পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৮টায়।
পরিবর্তনের ভিড়ে শুধুমাত্র ১৫ সেপ্টেম্বরের ম্যাচের সময় অপরিবর্তিত রয়েছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেদিনের ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছেন ডাচর...
স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের অক্টোবরে হাংজু এশিয়ান গেমসে সবশেষ পাকিস...
স্পোর্টস ডেস্ক : ৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ।টুর্নামেন্ট...
স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ঠিক সুবিধা করতে পার...
নিউজ ডেস্কঃ এগিয়ে থেকেও শেষ হাসি হাসতে পারলো না বাংলাদেশ। অন...
মন্তব্য (০)