
ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে আবুল বশর (৪৫) ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাষ্টারহাট এলাকায় মৃত ওয়াহেদ বকসুর বাড়িতে।
ভুক্তভোগী আবুল বশর বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তার ভাই আবুল কাশেম, জাগির হোসেন, ভাবি হোসনে আরা বেগম, ভাতিজি রিজা আক্তার, ভাতিজা জিহাদ হোসেন এবং মো. রাশেদকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ধারালো ছুরি ও লোহার রডসহ অস্ত্রশস্ত্র নিয়ে বিবাদীরা ঘরে প্রবেশ করে আবুল বশরকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার স্ত্রী ও সন্তানরাও হামলার শিকার হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘরে ভাঙচুর চালায়।
আবুল বশর দাবি করেন, পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সাথে বিরোধ চলে আসছে। তারা প্রায়ই ঝগড়া-বিবাদে লিপ্ত হয়ে হুমকি-ধমকি দিচ্ছে এবং বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা করছে। এমনকি তার মেয়ের বিবাহ ভেঙে দেওয়ার জন্যও ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ভাইদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এর জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, “আবুল বশর আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আসলে সে আমাদের ওপর হামলা চালিয়েছে।”
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বেনাপোল প্রতিনিধি : ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার দ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জুলাই পূর্...
মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজের রেলিং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বেচ্ছাসে...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ীতে বিয়ের...
মন্তব্য (০)