
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ১৫৭তম জন্মজয়ন্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) চাটমোহর উপজেলার হরিপুরে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় জন্মজয়ন্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ। অনুষ্ঠানমালায় ছিলো র্যালী, কেককাটা, কৃতি শিক্ষার্থীদের সম্মননা প্রদান ও প্রমথ চৌধুরীর জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসক, সাংবাদিক ও সুধিজনের সমন্বয়ে বের হয় বর্নাঢ্য র্যালী। র্যালীটি হরিপুর বাজার ও আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় গিয়ে শেষ হয়। পরে কেককেটে ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ খলিলুর রহমান, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কফিল উদ্দিন, ছাইকোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক বজলুর রহমান, ডাঃ এস এম আতিকুল আলম, মোঃ শাহজাহান আলী, প্রমথ চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক নবীন চন্দ্র পাল, সিনিয়র সহ-সভাপতি আঃ মমিন সরকার প্রমুখ।
বেনাপোল প্রতিনিধি : ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার দ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জুলাই পূর্...
মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজের রেলিং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বেচ্ছাসে...
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ীতে বিয়ের...
মন্তব্য (০)