• সমগ্র বাংলা

শ্রেণিকক্ষ সংকটে রাণীনগরের পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হচ্ছে পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়। ১৯৬৮সালে এলাকায় শিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন স্থানীয় শিক্ষানুরাগী মোহাম্মদ আবু তাহের। অত্র অঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যাপিঠ হওয়ায় ১২-১৫টি গ্রামের শিক্ষার্থীদের একমাত্র ভরসা এই বিদ্যালয়টি। কিন্তু বর্তমানে বিদ্যালয়টি শ্রেণিকক্ষ সংকটে নাকাল হয়ে পড়েছে।

চাহিদা অনুসারে কক্ষ না থাকার দরুন প্রতিদিনই বাধ্য হয়েই একই কক্ষে ১২০-১৩০জনের উর্দ্ধে শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এতে করে সুশৃঙ্খল একটি সুন্দর ও মনোরম পরিবেশে পাঠগ্রহণ থেকে বঞ্চিত হয়ে আসছে শত শত শিক্ষার্থী। অপরদিকে পাঠদান কার্যক্রম সুচারু ভাবে সম্পন্ন করতে হিমশিম খেতে হচ্ছে শ্রেণি শিক্ষকদের।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোছা: সুন্দরী আক্তার প্রিয়াসহ অনেকেই জানায় ছিমছাম একটি সুন্দর ও মনোরম পরিবেশে পাঠ গ্রহণ করা থেকে তারা বঞ্চিত হয়ে আসছে। কক্ষের সংকটের কারণে তাদেরকে একই কক্ষে শতাধিক শিক্ষার্থীদের পাঠ গ্রহণ করতে হচ্ছে। এতে করে শ্রেণিকক্ষে পাঠগ্রহনের সময় তারা তেমন একটা মনোযোগী হতে পারে না। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষকদেরও সঠিক ভাবে পাঠদান করাতে হিমশিম খেতে হয়। ফলে বছরের পর বছর এই অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই দ্রুত একটি আধুনিক শিক্ষা ভবন বরাদ্দ প্রদান করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছে বিদ্যাপিঠটির শিক্ষার্থীরা।

বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম জানান প্রতিবছরই বিদ্যালয়ের এসএসসি ফলাফল ভালো হলেও শ্রেণিকক্ষের সংকটের কারণে নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদান কার্যক্রম চরম ভাবে ব্যাহত হয়ে আসছে। বর্তমানে বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ৫৬২জন আর প্রতিদিন মাত্র ৬টি কক্ষে পাঠ গ্রহণ করছে ৪শতাধিক শিক্ষার্থী। বলা যায় প্রতিটি শ্রেণি কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এছাড়া একই সঙ্গে একই কক্ষে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সামাল দিতে চরম ভাবে হিমশিম খেতে হয় প্রতিটি শ্রেণি শিক্ষককে।

অপরদিকে সরকারি নিয়ম মানতে গিয়ে এবং কক্ষের সংকট থাকার কারণে নতুন করে শাখা খোলা যাচ্ছে না। ফলে অনেক শিক্ষার্থী বাড়ির কাছের বিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে দূরবর্তি বিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া সম্ভব নয় বলে ঝড়ে যাচ্ছে। যদি বিদ্যালয়ের একতলা ভবনের উপর নতুন করে ভবন নির্মাণ করা হয় তাহলে শ্রেণি কক্ষ সংকট যেমন দূর হবে তেমনি ভাবে নিয়মানুসারে একটি কক্ষে নিরিবিলি পরিবেশে পাঠ গ্রহণ করতে পারবে শিক্ষার্থী। এতে করে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ আরো উন্নত হবে।

তিনি আরো বলেন মেয়েদের কমন রুমের অবস্থা খুবই বেহাল। ভেঙ্গে যাওয়া জরাজীর্ণ টিনের কক্ষে প্রচন্ড গরমের মধ্যে মেয়েদের সময় কাটাতে হয়। একটি মাত্র শহীদ মিনারের অবস্থাও খুবই করুন। এছাড়া প্রধান শিক্ষকের ও অন্যান্য শিক্ষকদের বসার মতো মানসম্মত কোন কক্ষ না থাকায় প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের একটি কক্ষেই বসতে হচ্ছে এবং দাপ্তরিক কার্যক্রম চালাতে হচ্ছে। প্রাচীর ঘেরা বিদ্যালয়ের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা থাকলেও বিগত সময়ে রাজনৈতিক যাতাকলে পড়ে বিদ্যালয়টি একটি আধুনিক মানের ভবন পায়নি ফলে বছরের পর বছর ধরে পাঠদানে একটি সুন্দর পরিবেশ বিনির্মাণ করা থেকে বঞ্চিত হয়ে আসছে বিদ্যালয়টি। তাই অত্র অঞ্চলের শিক্ষার্থীদের ঝড়ে পড়া থেকে রক্ষা করতে এবং সুন্দর ও মানসম্মত পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি নতুন ভবন নির্মাণের কোন বিকল্প নেই বলে মনে করেন প্রধান শিক্ষক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান বিদ্যালয়টির কক্ষ সংকটের কথা তিনি জানতে পেরেছেন। দ্রুতই বিদ্যালয়ে একটি আধুনিক মানের নতুন ভবন নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে পদক্ষেপ গ্রহণ করবেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে নিষিদ্ধ স...

image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় ড্রোন, উদ্বিগ্ন এলাকাবাসী

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ...

image

চাটমোহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্প...

image

লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি, অধ্যক্ষকে শোকজ

লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নী...

image

পঞ্চগড়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিব...

  • company_logo