
ছবিঃ সংগৃহীত
রংপুর ব্যুরোঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফজলে এলাহী ফুলুকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, ছাত্রদের নেতৃত্বে ঘটে যাওয়া গণভ্যুত্থান-পরবর্তী বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় ফুলুকে গ্রেফতার করা হয়।
ওসি আতাউর রহমান আরও বলেন, “ছাত্রদের অংশগ্রহণে সংঘটিত একটি গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামি ছিলেন তিনি। দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।মামলাটি কোতোয়ালি থানায় রুজু রয়েছে এবং বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
গ্রেফতারকৃত ফজলে এলাহী ফুলু রংপুর নগরীর পীরজাবাদ যুগীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মোফাজ্জল হোসেনের পুত্র এবং রংপুর মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে তিনি রসিকের নির্বাচিত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফুলুর বিরুদ্ধে সহিংসতা, উসকানি ও অরাজকতা সৃষ্টির অভিযোগে মামলা হয়।এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
এই মামলার অন্যান্য আসামিদের অবস্থান শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্প...
লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নী...
পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিব...
শেরপুর প্রতিনিধি : শেরপুর দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শি...
মন্তব্য (০)