• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জুলাই স্মরণে কবিতা আবৃত্তি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ স্মরণে কবিতা আবৃত্তি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে জুলাই পুর্নজাগরণ ২০২৫ পালিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে জুলাই পুর্নজাগরণ পালনের বিষয়টি পরিদর্শন পূর্বক নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ।

‎তিনি জানান, তিনটি ক্লাস্টারের ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাগণ অনুষ্ঠান বাস্তবায়নে শিক্ষকদের সর্বাত্মাক সহযোগিতা প্রদান করেন। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায় সুটিয়া ও মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাচ গান কবিতা আবৃত্তি চিত্রাংকন প্রতিযোগিতা চলছে। এসময় স্বত্বঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘণ পরিবেশে শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বাসিত।

‎মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা রানী পালের সভাপতিত্বে জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার। অভিভাবক নার্গিস আক্তার, শামীমা বেগম, হোসনে আরা বেগম প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানমালা পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক আফিয়া ওয়াসিমা ও রুমা আক্তার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন শিক্ষকমন্ডলী ও অতিথিবৃন্দ।

‎উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, আমাদের লক্ষ্য ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সৃজনশীলতার বীজ বপন করা। ঈশ্বরগঞ্জের তিনটি ক্লাস্টারের সব প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের সহকারী শিক্ষা কর্মকর্তারা শিক্ষকদের সার্বিক সহযোগিতা দিয়ে এই উৎসবকে সফল করেছেন। শিশুদের চোখে-মুখে যে আনন্দ দেখেছি, তা সত্যিই আমাদের উৎসাহিত করেছে।

‎মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্ধনা রানী পাল বলেন, শিশুদের অংশগ্রহণে আমরা খুবই আনন্দিত। তারা যেভাবে নাচ, গান ও চিত্রাংকনে নিজেদের প্রতিভা প্রকাশ করেছে, তা প্রশংসার যোগ্য। এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা গর্বিত।

মন্তব্য (০)





image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় ড্রোন, উদ্বিগ্ন এলাকাবাসী

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ...

image

চাটমোহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্প...

image

লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি, অধ্যক্ষকে শোকজ

লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নী...

image

পঞ্চগড়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিব...

image

শেরপুরে ঘরোয়া ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুর দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শি...

  • company_logo