• সমগ্র বাংলা

ময়মনসিংহে বাকৃবির উদ্যোগে গবাদিপশুর টিকাদান কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, প্রতিকার ও টিকাদান কর্মসূচি-২০২৫”।

রোববার (২৭ জুলাই) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)। এর সহ-আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির। সভাপতিত্ব করেন বাউএক-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন।

কর্মসূচির আওতায় স্থানীয় খামারিদের গবাদিপশুকে প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় ও প্রতিকার বিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় টিকা সরবরাহ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “গবাদিপশু আমাদের গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। খামারিদের জীবিকা, আশা ও সম্ভাবনার অনেকটাই নির্ভর করে পশুর সুস্বাস্থ্যের উপর। তথ্য ও সেবার অভাবে অনেক সময় রোগের প্রাথমিক ধাপেই যথাযথ চিকিৎসা না হওয়ায় পশুর মৃত্যু বা উৎপাদন হ্রাস ঘটে। আমরা এ অবস্থার পরিবর্তন আনতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা শুধু চিকিৎসা দিতে আসিনি, আমরা এসেছি সচেতনতা, আস্থা এবং জ্ঞানের সেতু গড়ে তুলতে। আজ যারা এসেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের উপস্থিতিই প্রমাণ করে আপনারা এখন আগ্রহী এবং সচেতন।”

মন্তব্য (০)





image

লালমনিরহাট সীমান্তে ভারতীয় ড্রোন, উদ্বিগ্ন এলাকাবাসী

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ...

image

চাটমোহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্প...

image

লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি, অধ্যক্ষকে শোকজ

লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নী...

image

পঞ্চগড়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিব...

image

শেরপুরে ঘরোয়া ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুর দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শি...

  • company_logo