
ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযানে নিখোঁজ হওয়া মোঃ আসিফ (১৮) নামের এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে তার সঙ্গে নিয়ে যাওয়া একটি এয়ার কন্ডিশনারও।
ভিকটিম মোঃ আসিফ, পিতা- মোঃ নায়েব আলী, পাড়া টংগী, মুক্তাগাছা, ময়মনসিংহ; তিনি দীর্ঘদিন ধরে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ওয়ালটন শো-রুমে চাকরি করছিলেন। গত ১৯ জুলাই ২০২৫ তারিখ সকালে তিনি নন্দিবাড়ী এলাকায় শো-রুমের গোডাউনে কাজ করার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোনে ভিকটিমকে প্রতারণার মাধ্যমে নিজের বাড়িতে একটি এসি পৌঁছে দিতে বলেন। সরল বিশ্বাসে তার কথায় রাজি হয়ে যাওয়ার পর আসিফ নিখোঁজ হন।
ভিকটিমের পরিবার তার খোঁজ না পেয়ে মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করে (নং- ১১৫৯, তারিখ ২৩/০৭/২০২৫) এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য প্রার্থনা করে। তাদের পরামর্শে ২৩ জুলাই ২ এপিবিএন বরাবর লিখিত অভিযোগ দেয় ।
২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের নির্দেশে ২ এপিবিএনের সাইবার ক্রাইম সেল ও হেডকোয়ার্টারের এলআইসি/সিআইএ সেলের উন্নত তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান সনাক্ত করে। অতঃপর পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে ২৫ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া হেলথ অফিসার গলি থেকে উদ্ধার করে। উদ্ধারের পর ভিকটিম মোঃ আসিফকে মুক্তাগাছা থানায় সোপর্দ করে। এবং উদ্ধৃত এসি তার বাবা মোঃ নায়েব আলীর জিম্মায় বুঝিয়ে দেয়।
লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্প...
লালমনিরহাট প্রতিনিধি: শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নী...
পঞ্চগড় প্রতিনিধি : ভারতের শিলিগুড়ি থেকে আটক এক বাংলাদেশি তরুণীকে আনুষ্ঠানিকভাবে সীমান্তে বিজিব...
শেরপুর প্রতিনিধি : শেরপুর দমদমা কলিগঞ্জ ঘরোয়া ফুটবল লীগের শি...
মন্তব্য (০)