• লিড নিউজ
  • বিনোদন

উত্তরায় শর্ত সাপেক্ষে শুটিং নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে

  • Lead News
  • বিনোদন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও সিনেমার শুটিং চলাকালে জনসমাগম, শব্দদূষণ এবং এলাকাবাসীর ভোগান্তির অভিযোগে সম্প্রতি শুটিং কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তরা কল্যাণ সমিতি। তবে শিগগিরই সেই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার (২৭ জুলাই) বিকেলে উত্তরা কল্যাণ সমিতি, শুটিং হাউস মালিক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে এক যৌথ বৈঠকে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে ২০ জুলাই উত্তরা সেক্টর-৪-এর বাসিন্দাদের পক্ষ থেকে সমিতি একটি নির্দেশনা জারি করে, যাতে স্থানীয় বাসিন্দাদের শুটিং হাউস হিসেবে বাড়ি ভাড়া না দেওয়ার অনুরোধ জানানো হয় এবং শুটিং কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

এই নিষেধাজ্ঞার পর নাটক ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। শিল্পী, নির্মাতা ও ডিরেক্টরস গিল্ড আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানালে সমিতি নতুন করে আলোচনায় বসার উদ্যোগ নেয়।

উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪-এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমে বলেন, ‘এই সমিতি সবার কল্যাণে কাজ করে। আবাসিক এলাকার পরিবেশ রক্ষা আমাদের অগ্রাধিকার। তবে শুটিং ইউনিটগুলো যদি নিয়ম মেনে, এলাকাবাসীর স্বস্তি বজায় রেখে কাজ করে, তাহলে সমন্বয়ের মাধ্যমে চলা সম্ভব। আজ বিকেলের বৈঠকে আশা করছি, একটি ইতিবাচক ও যৌক্তিক সমাধানে পৌঁছানো যাবে।’

শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা এবং ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান জানান, ‘৩০ বছর ধরে আমরা এই ব্যবসার সঙ্গে জড়িত। হঠাৎ করে নিষেধাজ্ঞা দিয়ে কিছু সমাধান হয় না। আমরা চাই, আলোচনার মাধ্যমে গঠনমূলক সমাধান। আবাসিক এলাকায় কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন মানতেই হয়, সেই বিষয়ে আমাদের পক্ষ থেকেও যথাযথ সতর্কতা থাকবে।’

বর্তমানে উত্তরা সেক্টর-৪ এলাকায় তিনটি সক্রিয় শুটিং হাউস রয়েছে-লাবণী-৪, লাবণী-৫ এবং আপন ঘর-২। এ ছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের শুটিং হাউস থাকলেও সেটির কার্যক্রম নিয়মিত নয়।

তবে সব পক্ষের আলোচনার ভিত্তিতে এখন একটি বাস্তবসম্মত সমাধানের দিকে অগ্রসর হচ্ছে বিষয়টি। নতুন কিছু শর্ত আরোপের মাধ্যমে শুটিং কার্যক্রম আবার চালু করা হবে বলেও জানা গেছে।

মন্তব্য (০)





image

কুসুমেরও কামনা-বাসনা রয়েছে: জয়া আহসান

বিনোদন ডেস্ক : মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’র ৯...

image

শাকিব খানের সিনেমাটি কালা জাহাঙ্গীরের জীবনী নয়, দাবি প্রয...

বিনোদন ডেস্ক : শাকিব খানকে নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদের পরবর্তী সিনেমা নিয়...

image

আমার দুঃখ বা অভাব নেই কিন্তু দীর্ঘশ্বাস ফেলছি: সোহেল রানা

বিনোদন ডেস্ক : নায়ক, প্রযোজক, পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা একজন মানুষের ...

image

বাবা হারালেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাব...

image

বিয়ের জন্য যোগ্য পাত্র পাচ্ছেন না এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক : বিয়ের জন্য যোগ্য পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী তমা মির...

  • company_logo