• বিশেষ প্রতিবেদন

ময়লার স্তূপে বসবাস ফিরোজা বেগমের

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ বাজারের ময়লা আবর্জনা ফেলা  স্তূপ;  যা পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগ। অথচ সেই ময়লা আবর্জনার স্তূপে চোট্ট একটি ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করছেন ভূমিহীন এক নারী। 

বলছি কুমিল্লা জেলা লালমাই উপজেলার বাগমারা বাজার রেললাইনের পূর্ব পাশেই বাজারের সকল ময়লা আবর্জনা ফেলা স্থানে বসবাসকারী ফিরোজা বেগমের কথা। 

লালমাই উপজেলা বাগমারা বাজারের বাইপাস সড়ক দিয়ে চলাচল করলেই দুর্গন্ধে নাক মুখ বন্ধ হয়ে আসে। আর এই ময়লার স্তূপেই ছোট্ট একটি ঝুপড়ি ঘর বানিয়ে দীর্ঘ ছয় বছর যাবৎ রাত দিন পার করছেন উপজেলার জয়কামতা গ্রামের মৃত লালমিয়া বড় মেয়ে ফিরোজা ও তার স্বামী হোসেন মিয়া। 

ফিরোজা বেগমের প্রথম বিয়ে হয়েছিল দাউদকান্দি গৌরিপুরের দিনমজুর রশিদ মিয়ার সাথে কিন্তু ভাগ্যের নির্মমতায় দু'টি মেয়ে সন্তান রেখেই পরপারে পারি দেন  ফিরোজা বেগমের স্বামী রশিদ মিয়া। 

পরবর্তী স্বামীর বাড়ি ঠাই মিলেনি। কয়েক বছর বাপের বাড়িতে ছিলেন। বাবা মারা যাওয়ার পর বাবার বাড়িও ছেড়ে দিতে হয়। গত ছয় বছর যাবৎ বাগমারা বাজারের ময়লার স্তূপে একটি ঝুপড়ি ঘর বানিয়ে থাকছেন। সেখানে দ্বিতীয় স্বামী এবং  প্রথম সংসারে দুই মেয়ে নিয়ে বসবাস করছেন ফিরোজা বেগম। তার বর্তমান স্বামী হোসেন মিয়া দিনমুজুরি করে টানা-পোড়া  সংসার চালাচ্ছে। 

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বাগমারা রেললাইনের পূর্ব পাশে প্রায় ৫টি পরিবার ভূমিহীন যাদের জীবন জীবিকা চলে প্রতিনিয়ত সংগ্রামের মাধ্যমে। ময়লা আবর্জনা স্তূপ বসবাসকারী আরেকজন নারী বলেন, জীবন চলছে ময়লা আবর্জনার স্তূূপে। বহু কষ্ট অসুখ-বিসুখ নিয়ে জীবন পার করছে। পুরা শরীর আর চলে না দুর্গন্ধে, কখন যেন চলে যেতে হয়। 

কয়েকজন পথচারী সাথে কথা হয়। তারা বলেন, বাগমারা বাজারের ময়লা আবর্জনা রেললাইনের পাশে পালানোর কারনে মানুষ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না দুর্গন্ধের জন্য।  বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এখানে ময়লা আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট দুরবর্তি স্থানে ফেললে সাধারণ মানুষ, বাজারের ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবে। 

এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা বলেন, আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি এখানে যোগদান করেছি, বেশিদিন হয়নি। আমি ঘটনার স্থলে গিয়ে বিষয়টি দেখে ব্যবস্থা নিবো। 

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে বিলুপ্ত পথে ছাতা মেরামতের কারিগর

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ে ছাতার ব্যবহার এক দিনেই হয়ে উঠেনি। মানব সৃষ্টি...

image

অসময়ে বন্যা, কপালে চিন্তার ভাঁজ চরাঞ্চলের পাটচাষিদের

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের পাড়ঘেঁষে জেগে...

image

অবশেষে মেরামত হচ্ছে নওগাঁ পৌরসভার বেহাল সড়কগুলো

নওগাঁ প্রতিনিধি: গত ৫আগস্টের পর দেশের সকল পৌরসভার ন্যায় নওগাঁ পৌরসভাতেও জেলা ...

image

উলিপুরে তিস্তার তীরে বাদামের হাট, ক্রেতা না থাকায় চিন্তিত...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তার তীরে অস্থায়ী কাঁচা বাদা...

image

নওগাঁয় সৈনিক পোকার চাষ!

নওগাঁ প্রতিনিধি: বিষমুক্ত মাছ চাষে বাণিজ্যিক মৎস্য খাবারের বিকল্প হিসেবে পরিব...

  • company_logo