
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জনগুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে শহর বাইপাস সড়ক। শহরের যানজট কমাতে এবং ভারী যানবাহনগুলো শহরের বাহির দিয়ে যাতায়াতের জন্য শহরের উত্তর দিকে দিয়ে ৮ কিলোমিটারের এই বাইপাস সড়ক নির্মাণ করা হয়। সময়ের চাহিদায় এই বাইপাস সড়কের দুই পাশ দিয়ে গড়ে উঠেছে বিভিন্ন ভারী শিল্প ও কলকারখানা।
বিশেষ করে সড়ক ব্যবস্থা ভালো হওয়ার কারণে গড়ে তোলা হয়েছে বড় বড় অটোরাইস মিল, কোল্ড স্টোরেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া প্রতিনিয়তই গড়ে উঠছে বিভিন্ন ভারী প্রতিষ্ঠান। ফলে এই সড়ক দিয়ে ভারী যানবাহনের চলাচলের সংখ্যা অনেক বেশি। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি সময়ের চাহিদায় প্রশস্ত না হওয়ার কারণে দুটি বড় বাহন একসাথে পারাপার হতে গিয়ে ঘটতো নানা প্রাণঘাতী দুর্ঘটনা। এমন সমস্যার সমাধানের লক্ষ্যে নওগাঁ সড়ক বিভাগের মাধ্যমে সড়ক মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করে। নানা কারণে ঠিকাদার নিয়োগের জটিলতায় প্রশস্তকরণের কাজ দীর্ঘদিন আটকে ছিলো। অপরদিকে চলতি বছরের ১১ মার্চ দুপুরে বাইপাস সড়কের শহরের খলিশাকুড়ি মোড় এলাকায় মজুমদার অটোরাইস মিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই আরোহী স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এমন ঘটনায় দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সড়ক মন্ত্রণালয় অর্থ বরাদ্দের মাধ্যমে প্রশস্তকরণ কাজের ঠিকাদার নিয়োগ দেয়। এরপর থেকে মরণফাঁদ নামক সড়কটিকে নিরাপদ সড়কে পরিণত করার কাজ শুরু হয়। মাঝে দীর্ঘ বৈরী আবহাওয়া ও বালু সংকটের কারণে কাজের কিছুটা ব্যাঘাত ঘটলেও বর্তমানে পুরোদমে এগিয়ে চলেছে প্রশস্তকরণের কাজ। এমন জনগুরুত্বপূর্ণ কাজ পুরোদমে চলমান থাকায় স্বস্তি ফিরেছে সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয়দের মাঝে।
নওগাঁ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানান সড়কটি নিরিবিলি হওয়ার কারণে সাধারণ পথচারী ও বড় বড় যানবাহনের পাশাপাশি অনেক ছোট ছোট যানবাহনও শহরের যানজট থেকে রেহাই পেতে এই বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করে। কিন্তু ১৮ফিট প্রস্থ বিশিষ্ট ৮কিলোমিটার নওগাঁ শহর বাইপাস সড়কের এক প্রান্তে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক যার প্রস্থ ৩৪ ফিট অপর প্রান্তের সড়কটি ৩৪ ফিট প্রস্থ বিশিষ্ট নওগাঁ-বগুড়া মহাসড়ক হওয়ার কারণে অধিকাংশ ভারী যানবাহনগুলো এই সড়ক দিয়েই দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। বাইপাস সড়কের দুই প্রান্তের সড়ক ৩৪ফিট প্রস্থ হলেও মাত্র ৮কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাস সড়কটি সরু হওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটতো। এমন গুরুত্বপূর্ণ সড়ককে নিরাপদ করার লক্ষ্যে প্রশস্তকরণের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। তার প্রেক্ষিতে একটু বিলম্ব হলেও প্রশস্তকরণের কাজ শুরু করা হয়েছে। সড়কের প্রশস্তকরণ কাজ সম্পন্ন হলে এই গুরুত্বপূর্ণ সড়কটি সকল পথচারী ও যানবাহনের জন্য নিরাপদ সড়কে পরিণত হবে।
নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদুল হক জানান জেলার চলমান ৩টি আঞ্চলিক ও ৩টি জেলা সড়ক প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্যাকেজ হচ্ছে শহর বাইপাস সড়কটি ৩৪ ফিট প্রস্থে উন্নীতকরণ। প্যাকেজটির প্রাক্কলিত বরাদ্দ ৩০কোটি টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল চলতি বছরের ৩১ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে শতকরা ৩৫ভাগ কাজ শেষ হয়েছে। সড়কটি প্রশস্ত হওয়ার পর মরণফাঁদ থেকে নিরাপদ সড়কে পরিণত হবে। সড়কটির কাজ যথাযথ ভাবে সঠিক মানে ও গুনে শেষ করার লক্ষ্যে নওগাঁ সড়ক বিভাগের নিবির পর্যবেক্ষণ অব্যাহত রাখা হয়েছে এবং শেষ পর্যন্ত সড়ক বিভাগের এমন তদারকি অব্যাহত থাকবে। তাই বড়ধরণের কোন প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোন সমস্যার সৃষ্টি না হলে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করার আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা।
মন্তব্য (০)