• বিশেষ প্রতিবেদন

উলিপুরে তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল, দুশ্চিন্তায় কৃষক

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরাঞ্চলে চলতি মৌসুমে ব্যাপক পরিমাণে বাদাম চাষ করছেন এখানকার কৃষকরা। ফলনও হয়েছে বাম্পার। তবে কয়েক দিনের টানা ভারি বর্ষণে হঠাৎ তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে বাদাম ক্ষেত। তাই বড় লোকসানের আশঙ্কা দেখছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলায় বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৬৫ হেক্টর জমিতে। তবে  লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জিত হয়েছে। অনেক চরে জেগে ওঠা বালুমাটিতে বাদাম চাষ উপযোগী। এ অঞ্চলের মানুষজন জীবিকা নির্বাহের তাগিদে ফসলের প্রকারভেদ অনুযায়ী বালুর বুক চিরে বাদাম চাষ করে আসছেন।

বাদামচাষিদের সাথে কথা বলে জানা যায়, বালুমাটিতে মূলত বাদাম চাষ উপযোগী। এক বিঘা জমিতে বাদাম চাষে সব মিলে ব্যয় হয় ১৩ থেকে ১৪ হাজার টাকা। ভালো ফলন হলে এক বিঘা জমিতে বাদাম উৎপাদন হবে ১০ থেকে ১২ মণ। বাদাম জমিতে বপন করার পর থেকে পরিপক্ব হতে প্রায় চার মাস সময় লাগে। এ পরিস্থিতিতে তিস্তা নদী অববাহিকার থেতরাই, গুনাইগাছ ও বজরা ইউনিয়নের চরাঞ্চলগুলোতে বাদাম চাষাবাদ করা প্রায় শতাধিক কৃষককে লোকসান গুণতে হচ্ছে।

সরেজমিনে শনিবার(১৭ মে) বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়নের তিস্তার চরাঞ্চল কিশোরপুরে গিয়ে দেখা যায়, বাদাম ক্ষেতগুলো পানির নিচে তলিয়ে গেছে। ফলে বাদামের গাছগুলো পচে মরে যাচ্ছে।

এসময় বাদামচাষি আবু মুসার সাথে কথা হলে তিনি জানান, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তিস্তায় পানি বৃদ্ধি পেয়ে বাদামের ফসলি জমি ডুবে যায়। দশদিন পর বাদাম পরিপক্ব হতো। চাষাবাদ করতে যে টাকা খরচ হয়েছে, এখন সে টাকাও আর উঠবে না। একই চরে বাদাম চাষ করা কৃষক আতিকুর রহমান জানান, প্রায় ৪০ হাজার টাকা খরচ করে ১১৫ শতক জমিতে বাদাম চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল, পানিতে ডুবে যাওয়ায় সব শেষ হয়ে গেল। একই পরিস্থিতি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের তিস্তার চরে চাষাবাদ করা বাদাম ক্ষেতগুলোও।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, বাদাম চাষিদের পানিতে তলিয়ে যাওয়া জমি থেকে বাদাম সংগ্রহ করতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হবে। সরকারিভাবে কোনো প্রণোদনা আসলে ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের দেয়া হবে।

মন্তব্য (০)





image

নওগাঁয় ১২হাজার কোটি টাকার গবাদিপশু বিক্রির আশা, ব্যস্ত সম...


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ইদুল আযাহার প্রধান আকর্ষণ হচ্ছে কোরবানীর পশু। বর্তমা...

image

সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ,যানজটে মানুষের ভোগান্তি

রংপুর ব্যুরোঃ  রংপুর-কুড়িগ্রাম সড়ক চার লেনে...

image

রাণীনগরে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারি ভাবে ধান ও...

image

কবিগুরুর কাচারীবাড়ি নওগাঁর পতিসরে শেষ হলো তিনদিনব্যাপী জা...

নওগাঁ প্রতিনিধি: আবৃত্তি, গান, নাচ আর আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হলো কবিগুরুর ক...

image

২৩ বছরেও কাজে আসেনি চাটমোহরের নিমাইচড়ার সেতুটি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে করতোয়া ...

  • company_logo