• অপরাধ ও দুর্নীতি

হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে ৭০ বছরের এক বৃদ্ধকে গলাটিপে হত্যা

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  চট্টগ্রামের মিরসরাইতে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে ফজলুল করিম নামে (৭০) বছরের এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ফজলুল করিম মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মরহুম শেখ আহমদের ছেলে বলে জানা যায়। স্থানীয়রা জানায় হাঁসের মালিকানা নিয়ে পাশের বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো: জাকারিয়া জাহেদের সাথে ফজলুল করিমের কথা কাটাকাটি হয়। এ সময় জাকারিয়া ওই বৃদ্ধকে কিলঘুষি দিতে থাকে। একপর্যায়ে গলা টিপে ধরলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম জানান, গত দু’দিন আগে তারা আমার ভাইয়ের চার থেকে পাঁচটি হাঁস নিয়ে যায়। আজ সকালে তাকে দেখতে পেয়ে আমার ভাই জিজ্ঞেস করতে যায়। কথা বলার একপর্যায়ে জাকারিয়া আমার ভাইকে কিল ঘুষি দিয়ে গলা টিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির মানুষের চিৎকারে আমরা বের হয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে তিনি মারা যান। সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা মমলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়া জাহেদের সাথে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল দেয়ার চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গলা চেপে ধরলে এক বৃদ্ধ মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। এখনো থানায় মামলা হয়নি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

‎রামপাল বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দের বাড়তি বেতন দেয়ার অভিযোগ...

নিউজ ডেস্কঃ বাগেরহাট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে ভারতীয়দ...

image

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, তিনজন কারাগারে

নিউজ ডেস্ক : জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা ক...

image

রাজধানীর মোহাম্মদপুরে ফের গণপিটুনিতে দুই তরুণের মৃত্যু

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং ও গ্রিন সিটি হাউজিং এলা...

image

নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার সাবেক অতিরিক্ত আইজিপি সামসুদ্দোহা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

image

ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেফতার ৯

নিউজ ডেস্কঃ অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে ক্যাসি...

  • company_logo