• শিক্ষা

পবিপ্রবিতে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারকলিপি প্রদান

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্ররাজনীতি বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদল স্মারকলিপি প্রদান করেছে। 

২৮ এপ্রিল (সোমবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে৷  স্মারকলিপিতে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর  রয়েছে।  এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।  

এসময় পবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, "শিক্ষার্থীদের ওপর আরোপিত সাময়িক রাজনীতি স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আমরা আজ মাননীয় উপাচার্য স্যারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছি। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত। অংশগ্রহণমূলক এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনৈতিক চর্চা একজন শিক্ষার্থীকে চিন্তাশীল, দায়িত্বশীল ও গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার অধিকার ফিরিয়ে দিতে এবং শিক্ষা-সহায়ক পরিবেশ বজায় রাখতে প্রশাসন আমাদের যুক্তিসঙ্গত দাবির মেনে নিবেন।"

ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল  বলেন, "ফ্যাসিস্টদের পুনর্বহাল ও একটি গুপ্ত সংগঠনকে রাজনৈতিক সুযোগ দেওয়ার পাশাপাশি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে পুর্নবাসন উদ্দেশ্য এই রাজনৈতিক স্থগিতের সিদ্ধান্ত। এই রাজনীতি স্থগিতের জন্য সাধারণ শিক্ষার্থীদের নামে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা স্মারকলিপি জমা দেয়। ফ্যাসিস্টদের দোসরা রাজনীতি নিষিদ্ধের ফায়দা নিয়ে বিভিন্ন স্থানে সভা করে বেড়াচ্ছে। আমাদের এই প্রশাসন ফ্যাসিস্টদের বিরুদ্ধে কোন দৃশ্যমান ব্যবস্থা  নেননি৷ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্ররাজনীতির সাময়িক স্থগিতাদেশ তুলে নেওয়ার দাবি জানাই।  শিক্ষার্থীদের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতেই হবে।”

মন্তব্য (০)





image

পবিপ্রবিতে আরটিসির উদ্যোগে ট্রেনিং কোর্সের সনদ বিতরণ

পবিপ্রবি প্রতিনিধি :পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০২৪ সালের...

image

বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে ...

নিউজ ডেস্কঃ শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রা...

image

‎নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে: গণশিক...

নিউজ ডেস্কঃ নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই প...

image

বালু খেকো কেন্দ্রীয় খেলার মাঠ, ৮ মাসেও হয়নি সংস্কার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জাতীয় ...

  • company_logo