
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: সোমবার (৭ এপ্রিল) লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় পুলিশবাহী ভ্যানে থাকা ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭ টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি পিকাপ ভ্যানে সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশবাহী পিক্যাপটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে পুলিশবাহী পিক্যাপটি ক্ষতিগ্রস্ত হয় এবং পিকাপ ভ্যানে থাকা ১৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এরমধ্যে ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন, এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেশ,কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল, সবুজ।
লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর (গাড়ি চালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস, মোস্তফা।
আর প্রাথমিক চিকিসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।
সড়ক দূর্ঘটনায় ১৫ পুলিশ পুলিশ সদস্য আহত ও একজনকে গ্রেফতারের ঘটনাটি লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী নিশ্চিত করেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চলমান ২০২৫ সালের এসএসসি পরীক্ষার (১৭ই এপ্রিল...
লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি লালমনিরহাট জর্জকোটে বিভিন্ন পদে নিজস্ব আত্নীয়...
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন মাগুরার যৌথ উদ্যোগে...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বা...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যহাতির আক্র...
মন্তব্য (০)