• সমগ্র বাংলা

রংপুরে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রংপুর ব্যুরোঃ রংপুরে বদরগঞ্জে মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর দুই বন্ধু নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে রংপুর-পার্বতীপুর-আঞ্চলিক সড়কের বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চারজন গুরুতর আহত হন।বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান।

বদরগঞ্জ উপজেলার ট্যাক্সেরহাট নামক স্থানে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাদের সামনে ব্যাটারিচালিত একটি চার্জারভ্যান ছিল। ওই দুই মোটরসাইকেল চালক পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

গুরুত্বর আহত অবস্থায় আশিক নামে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করে।এ ঘটনায় রিপন (১৬) ও লিপ্ত (১৫) নামে আরও দুইজন আরোহী আহত হয়েছেন।তাদের রংপুর মেডিক্যাল করৈজ হাসপাতালে ভতি করা হয়েছে।পরে হাসপাতলে আরও এক বন্ধুর মারা যান বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের দ্বিতীয় দিন বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল ভ্রমণে বের হয়েছিলেন আশিকুর রহমান আসিক (১৭)।আর দুইটি মোটরসাইকেলে বন্ধুরা।

নিহত আশিক উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর ধনতোলা গ্রামের ইবরাহিমের ছেলে।আর আশিকুর ও তার কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে দিনাজপুরের পার্বতীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং একে অপরকে অতিক্রম করার চেষ্টা করছিলেন। হঠাৎ করে সামনে থেকে আসা একটি রিকশাভ্যানের সঙ্গে আশিকুরের মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আশিক ও তার অজ্ঞাতপরিচয় বন্ধু ছিটকে গিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তারা গুরুতর আহত হন। এ সময় রিকশাভ্যানের চালকসহ আরো চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আশিক ও তার বন্ধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শাকীর মোবাস্বির জানান, স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হয়। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশিকুর রহমানের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও তার সঙ্গে থাকা অন্য বন্ধুর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা প্রতিনিধিঃ পাবনার পৌর সদরের অনন্ত বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে ক...

image

উলিপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল খালেকের ঈদ শুভেচ্ছা ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ...

image

বগুড়া সান্তাহারে এসএমআই একাডেমীর হীরক জয়ন্তী উদযাপন

বগুড়া প্রতিনিধি: ‘গগনে উঠেছে আজি নতুন রবি। এসো বন্ধু, অনাবিল আনন্দ...

image

কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এ...

image

দিনাজপুরে দুই গৃহবধুর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ এবং বীরগঞ্জে আজ বুধবার কয়েক ঘন্টার ব্...

  • company_logo