
ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ঈদ মানেই আনন্দ, উৎসব ও সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার সময়। এই মানবিক উপলব্ধি থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ এবার ঈদুল ফিতর উদযাপন করেছেন একটু ব্যতিক্রমীভাবে। সমাজের সুবিধাবঞ্চিত, এতিম, দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নেন তিনি।
উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে ঈদের দিন বায়তুল কোরআন হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসায় এক হৃদয়গ্রাহী মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে এতিম, পথশিশু, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের সঙ্গে একত্রে ঈদের খাবার উপভোগ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ আয়োজনে অংশ নেন আলেম-ওলামা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ঈশ্বরগঞ্জ থানার ওসি, ক্যাম্প কমান্ডার, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অতিথিদের আপ্যায়ন করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
মধ্যাহ্নভোজ শেষে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, আর প্রবীণরা উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, "ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়। প্রশাসনের কাজ শুধু নিয়ম-নীতি বাস্তবায়ন নয়, মানুষের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ ঈদ উৎসবকে সত্যিকারের আনন্দঘন ও অর্থবহ করে তুলেছে, যা স্থানীয়দের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার পৌর সদরের অনন্ত বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ...
বগুড়া প্রতিনিধি: ‘গগনে উঠেছে আজি নতুন রবি। এসো বন্ধু, অনাবিল আনন্দ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এ...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ এবং বীরগঞ্জে আজ বুধবার কয়েক ঘন্টার ব্...
মন্তব্য (০)